শিরোনাম
বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
পুলিশকে থাপ্পড়

শরীয়তপুরে ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আক্তার হোসেনকে ছাত্রলীগের কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। এই নেতার বিরুদ্ধে পুলিশ সদস্য সেলিম মাতুব্বরকে থাপ্পড় মেরে কানের পর্দা ফাটিয়ে ফেলার অভিযোগ রয়েছে। আহত ওই পুলিশ সদস্যকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শরীয়তপুর সদর থানায় দুটি মামলা দায়ের হয়েছে। দুটি মামলায়ই আক্তার হোসেন ছাড়াও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার ও পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাগরন শেখকে আসামি করা হয়েছে। একটি মামলার বাদী হয়েছেন সদর থানার উপপরিদর্শক নজরুল ইসলাম, আরেকটি মামলার বাদী হয়েছেন শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুমন কুমার পোদ্দার। শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, চিকিৎসককে হুমকি, অপদস্ত, সরকারি কাজে বাধাদান ও পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় তিন ব্যক্তিকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর