শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

যুবকের দুই হাতের কব্জি কর্তন

সাভারে আকাশ (২৮) নামের এক যুবকের দুই হাতের কব্জি কেটে নিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দুপুরে সাভারের আমিনবাজার এলাকার ডবুরা বশুধা নামক মহল্লায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। কব্জি হারানো যুবক আমিনবাজার ডুবরী বশুদা মহল্লার আওলাদের ছেলে। —সাভার প্রতিনিধি

চার ডিলার আটক

শরীয়তপুর সদর উপজেলার খাদ্যবান্ধব কর্মসূচির চার ডিলারকে আটক করেছে দির্নীতি দমন কমিশন (দুদক)। পরে গতকাল সন্ধ্যায় আদালতে পাঠালে  আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আটকরা হলেন, সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের দবির তালুকদার, ফিরোজ খান, মাহমুদপুর ইউপির আলী হোসেন ও রুদ্রকর ইউপির শহীদুল ইসলাম সিকদার।

—শরীয়তপুর প্রতিনিধি

নকল স্ট্যাম্প উদ্ধার

গাজীপুর মহানগরের পূবাইল মাঝুখান বাজার এলাকায় গত মঙ্গলবার রাতে গাজীপুর সিআইডির সিনিয়র এএসপি আশরাফ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকার নকল রেভিনিউ স্ট্যাম্প উদ্ধারসহ প্রতারক চক্রের সদস্য ফারুককে আটক করা হয়েছে। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা হয়েছে। এ ব্যাপারে গাজীপুর সিআইডি পরিদর্শক শহিদুল্লাহ বলেন, অভিযান অব্যাহত রয়েছে। চক্রটি গাজীপুরসহ বিভিন্ন এলাকায় তাদের প্রতারণার কার্যক্রম চালিয়ে আসছে। —টঙ্গী প্রতিনিধি

বাদীসহ পরিবারকে হুমকি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হাটাব আতলাশপুর এলাকার আলোচিত সাত খুনের স্টাইলে চাঞ্চল্যকর নবির হোসেন হত্যাকাণ্ডের মামলার বাদী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার নবির হোসেনের ভাই জাকারিয়া হুমকির অভিযোগ এনে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এর আগে, নবির হত্যাকাণ্ডের আসামি কবির হোসেন ও উত্তম চন্দ্র দাসকে গ্রেফতার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ও রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) জসিম উদ্দিন বলেন, ঘটনার সঙ্গে জড়িত বাকি সন্দেহভাজন আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। —রূপগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর