শিরোনাম
সোমবার, ৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

ডুয়েট ছাত্রদলের নেতা কর্মীদের মারধর

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। রবিবার ডুয়েট শাখা ছাত্রদল গাজীপুর জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে শাখা ছাত্রদলের সভাপতি সোহাগ সরদার বলেন, শনিবার ক্লাস চলাকালে ডুয়েট ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক রেজাউর রাতুলের নেতৃত্বে এ হামলা চালানো হয়। এতে ডুয়েট শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ সাদী গুরুতর আহত হন। ক্যাম্পাসের ভিতরের একটি কক্ষে তাকেও পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। তবে ডুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন জানান, ছাত্রদল নিজেরা নিজেরা মারামারি করে ছাত্রলীগকে দোষারোপ করছে।—গাজীপুর প্রতিনিধি

উপজেলা চেয়ারম্যানের জামিন 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য, সোনারগাঁ থানার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান জামিনে মুক্তি পেয়েছেন। রবিবার জেলা দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন তার জামিন মঞ্জুর করেন। এর আগে একই আদালতে ৩০ অক্টোবরে বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।—সোনারগাঁ প্রতিনিধি

পাঁচজনকে পিটিয়ে আহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আদালতের আদেশ অমান্য করে মোন্তাজ উদ্দিন খান এক ব্যবসায়ীর মালিকানাধীন জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণে বাধা দেওয়ায় ওই ব্যবসায়ীসহ পাঁচজনকে পিটিয়ে আহত করা হয়েছে। রবিবার উপজেলার বীরহাটাবো এলাকায় এ ঘটনা ঘটে। অন্য আহতরা হলেন— মঞ্জুর আলম, বাহার উদ্দিন খান, লোকমান খান, আব্দুল্লাহ খান।—রূপগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর