শিরোনাম
সোমবার, ৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

দুই ছাত্রকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি

দুই ছাত্রকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

আখতারুজ্জামান, হাফিজুর রহমান

ঘোড়াঘাটের দুই মাদ্রাসাছাত্র নিখোঁজের ঘটনায় গতকাল সংবাদ সম্মেলন করেছেন স্বজনরা। ঘোড়াঘাটের কলাবাড়ী দাখিল মাদ্রাসার নবম শ্রেণির আখতারুজ্জামান ৪০ দিন এবং একই মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র হাফিজুর রহমান ৩৪ দিন থেকে নিখোঁজ রয়েছেন বলে জানান দুই ছাত্রের বাবা। এ সময় তাদের আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে যান বলেও অভিযোগ করা হয়। গতকাল দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে সম্মেলনে এ অভিযোগ করেন বুলাকীপুর ইউনিয়নের জয়রামপুর গ্রামের সারওয়ার হোসেন ও বিন্যাগাড়ী গ্রামের জিল্লুর রহমান।

সারওয়ার হোসেন বলেন, তার ছেলে আখতারুজ্জামানকে ২৮ সেপ্টেম্বর রাত ১টায় আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে সাদা পোশাকধারী একটি দল বাড়ি থেকে তুলে নেয়। সারওয়ার ঘোড়াঘাট থানায় ১৬ অক্টোবর সাধারণ ডায়েরি করেছেন। ছেলেকে তুলে নেওয়ার ৪০ দিন পার হলেও তার অবস্থান পর্যন্ত জানতে পারেনি পুলিশ। জিল্লুর রহমান জানান, তার ছেলে হাফিজুর রহমানকে ৪ অক্টোবর সন্ধ্যায় কে বা কারা রানীগঞ্জ বাজার থেকে তুলে নেয়। এ ঘটনায় ১৬ অক্টোবর তিনি সাধারণ ডায়েরি করেছেন। ঘোড়াঘাট থানার ওসি নুরুজ্জামান চৌধুরী জানান, দুটি ছেলে নিখোঁজ হওয়ার ঘটনায় ঘোড়াঘাট থানায় পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজের বিষয়ে বার্তা পাঠানো হয়েছে সংশ্লিষ্ট সব স্থানে।

সর্বশেষ খবর