শনিবার, ১২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ফরিদপুরে শিক্ষকের বেত্রাঘাতে ১১ ছাত্র হাসপাতালে

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলার কুমারকান্দা জামিয়া শামসুল উলুম মাদ্রাসার মক্তব বিভাগের ১১ শিক্ষার্থী শিক্ষকের বেত্রাঘাতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পড়া না পারায় শিক্ষক হাফেজ আবদুর রাজ্জাক ওই শিক্ষার্থীদের বেত্রাঘাত করেন। পরে তাদের মাঠের মধ্যে দাঁড় করিয়ে প্রত্যেককে ২০০ বার কান ধরে উঠবোস করার হুকুম দেন। কিছুক্ষণ উঠবোস করার পর আর না পারার কথা বললে আবদুর রাজ্জাক পুনরায় তাদের বেত্রাঘাত করেন। এতে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে দ্রুত পাশের মুকসুদপুর উপজেলা হাসপাতালে নেওয়া হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে, বর্তমানে ছাত্ররা সুস্থ আছে। অভিযুক্ত শিক্ষক আবদুর রাজ্জাক শিক্ষার্থীদের মারধর ও কান ধরে উঠবোস করার কথা স্বীকার করে বলেন, ‘শিক্ষার্থীরা অসুস্থ হলে আমি নিজেই হাসপাতালে নিয়ে চিকিত্সা করিয়েছি। বর্তমানে তারা সুস্থ আছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের হাসান বলেন, ‘বিষয়টি আমি নিজেই তদন্ত করে শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’

সর্বশেষ খবর