বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

‘হার’ না মানা হাসনাত

আল আমিন, সোনারগাঁ

‘হার’ না মানা হাসনাত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামের হাসনাত মিয়া। ইচ্ছা ছিল মেডিকেলে পড়ার। ২০০৮ সালে এইচএসসি পাসের পর একটি দুর্ঘটনা কেড়ে নেয় হাসনাতের স্বপ্ন। ওই দুর্ঘটনায় তিনি পঙ্গুত্ব বরণ করেন। তাই বলে দমে যাননি। পরিশ্রম আর একাগ্রতায় হাসনাত এখন স্থানীয়দের কাছে দৃষ্টান্ত। দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি নিজ এলাকায় গড়ে তুলেছেন পোল্ট্রি খামার। সরজমিনে দেখা যায়, জৈনপুর গ্রামে নিজ বাড়িতে গড়ে তোলা পোল্ট্রি খামার হুইল চেয়ারে চেপে দেখাশোনা করছেন হাসনাত। হুইল চেয়ারে চলার-ফেরার সহযোগিতা করেন মা নুরজাহান। খামারে ঢুকে চোখে পড়ে ৪/৫ জন লোক  কাজ করছেন। হাসনাত বলেন, ‘একটি সড়ক দুর্ঘটনায় আমার সব স্বপ্ন মুছে গেছে। দুর্ঘটনায় দুটি পা হারাই। হুইল চেয়ার ছাড়া চলতে পারি না। এরপরও মনের জোরে ২০০৯ সালে গড়ে তুলি পোল্ট্র খামার। এতে সহযোগিতা করেন মা।’ হাসানাত জানান, বর্তমানে ব্যবসার অবস্থা খারাপ। উৎপাদন অনুযায়ী মুরগীর দাম না পাওয়ায় লোকসান গুনতে হয়। সরকারি সহযোগিতা পেলে পেশাকে টিকিয়ে রাখা যাবে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, আত্মবিশ্বাস থাকলে যে জীবনে এগিয়ে যাওয়া যায় তার উদাহরণ হাসনাত মিয়া।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর