বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

রূপগঞ্জে জাল দলিলে ভূমি আত্মসাৎ

রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের মর্তুজাবাদ এলাকার এক চক্র জাল দলিল করে নিরীহ মানুষের জমি আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। চক্রটির কাছে জিম্মি মর্তুজাবাদ, আমলাবো, সিংলাবো, গোলাকন্দাইল ও ভুলতাবাসী। ডেমরা এলাকার আব্দুল মান্নান জানান, ওয়ারিশ সূত্রে মালিক হয়ে আমলাবো মৌজায় ৭৪ শতাংশ জমি দীর্ঘ দিন ধরে ভোগদখল করে আসছেন তারা। জাল দলিল করে গত ৩১ অক্টোবর ছায়েদ আলী বাহিনীর সদস্যরা ওই জমিতে পাকা দেয়াল নির্মাণ করতে যায়। বাধা দেওয়ায় মান্নানকে লাঠিপেটা করে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। এ ছাড়া ছায়েদ আলী শিংলাবো এলাকার লোকমান দেওয়ানের ২৪ শতাংশ, টেলাপাড়ার আফজাল মিয়ার ৩৩ শতাংশ জমি জাল দলিল করে আত্মসাতের চেষ্টা চালাচ্ছে। আমলাবো এলাকার আল আমিন ও লোকমানের জমি জাল দলিল করে অন্যত্র বিক্রি করে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে নেন ছায়েদ আলী। এই বাহিনীর অন্য সদস্যরা হলেন শওকত আলী, ইয়াকুব আলী, মিজান, আরিফুল ইসলাম, বিমল বৈরাগী, মনির হোসেন, রেজাউল করিমসহ আরও অনেকে। তবে অভিযুক্ত ছায়েদ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার কোনো বাহিনী নেই। এছাড়া আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়।

সর্বশেষ খবর