শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সই জাল করে চেয়ারম্যানকে ফাঁসানোর অভিযোগ

শেরপুর প্রতিনিধি

সই জাল করে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যানকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মিম মটর ওয়ার্কস’র স্বত্বাধিকারী সুরুজ মিয়া। গত ৯ নভেম্বর জেলা প্রশাসকের কাছে এ অভিযোগ করেন। জানা যায়, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মুখলেছুর রহমান রিপন নিজের সরকারি চালকের নানা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করেন জেলা প্রশাসকের কাছে। জেলা প্রশাসক ওই চালককে ২৬ অক্টোবর ঝিনাইগাতি উপজেলা চেয়ারম্যান বরাবর বদলি করেন। বদলি হওয়া চালক আব্দুল হাকিম জেলা প্রশাসকের কাছে ৩ অক্টোবর উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এতে উল্লেখ করেন, সরকার উপজেলা চেয়ারম্যানের গাড়িতে যন্ত্রাংশ লাগানোর জন্য দুই লাখ টাকা বরাদ্দ দেন। সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজ পায় ‘মিম মটর ওয়ার্কস’। কিন্তু গাড়িতে কোনো যন্ত্রাংশ না লাগিয়ে মিম মটর ওয়ার্কসের নামে বিল তুলে গত ১৮ জানুয়ারি চেয়ারম্যান আত্মসাৎ করেন। সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সুরুজ আলী স্বাক্ষরিত সাদা কাগজের একটি আবেদন দেওয়া হয়। চালকের অভিযোগের তদন্ত চলছে। এ অবস্থায় ৯ নভেম্বর সুরুজ নিজস্ব প্যাডে জেলা প্রশাসক বরাবর উল্টো অভিযোগ করেন, কে বা কারা আমার সই জাল করে প্যাডবহির্ভূত সাদা কাগজে অস্পষ্ট সিল ব্যবহার করে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছে। উপজেলা চেয়ারম্যান আমার নামে টাকা তুলে আত্মসাৎ করেছে এ অভিযোগ সুরুজ ভিত্তিহীন ও চেয়ারম্যানকে ফাঁসোনের ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। চালক হাকিম জানান, কাজ না করে টাকা মেরে দেওয়া হয়েছে। তদন্ত করলে সত্য বের হয়ে আসবে। উপজেলা চেয়ারম্যান বলেন— শৃঙ্খলা ভঙ্গের দায়ে চালককে বদলি করায় সংক্ষুব্ধ হয়ে সে এ কাজ করেছে। জেলা প্রশাসক ডা. এএম পারভেজ রহিম জানান, উপজেলা চেয়ারম্যান ও চালকের সম্পর্ক ভাল ছিল না। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর