শিরোনাম
শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

চাল পড়া খাইয়ে চোর আখ্যা

গ্রামবাসীর বিক্ষোভ

কালকিনি প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ির কাচিকাটা গ্রামে চাল ও চুন পড়া খাইয়ে তিন কৃষককে চোর আখ্যা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করা হয়েছে। কাচিকাটা গ্রামে গতকাল অনুষ্ঠিত বিক্ষোভে পাঁচ শতাধিক গ্রামবাসী অংশ নেন। তারা আইনি প্রক্রিয়ায় প্রকৃত চোর ধরে বিচারের দাবি জানান।

বিক্ষোভকারীরা জানান, সম্প্রতি গ্রামের সাইদুল হকের ঘর থেকে ৩৫ হাজার টাকা, দুই ভড়ি স্বর্ণালঙ্কার ও একটি মুঠোফোন চুরি যায়। চোর ধরতে মালিক আইনি প্রক্রিয়ায় না গিয়ে প্রথমে গ্রামবাসীকে চুন পড়া খাওয়ান। এতে কেউ ধরা না পরায় তিনি চাল পড়া খাওয়ান। এ সময় পুলিশ থাকা দূরের কথা ইউপি সদস্যকে পর্যন্ত রাখা হয়নি। চাল পড়া খাইয়ে কৃষক জাফর খান, শাহীন মোল্লা ও শহিদুল মোল্লাকে চোর সাব্যস্ত করে।

সাইদুল হকের স্ত্রী রেখা বলেন, ‘আমাদের ঘরে চুরি হয়েছে তাই আমরা চোর ধরতে চাল ও চুন পড়া খাইয়েছি। এতে যারা চোর সাব্যস্ত হয়েছে তাদের বিচার চাই।’ জাফর, শাহীন ও শহিদুল বলেন— ‘প্রকৃত চোর ধরা পড়ুক তা আমরাও চাই। তবে সেটি হতে হবে আইনি প্রক্রিয়ায়।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর