বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বামনায় হামলায় মৎস্যজীবী লীগ নেতা নিহত

প্রতিদিন ডেস্ক

বরগুনার বামনায় প্রতিপক্ষের হামলায় মৎস্যজীবী লীগ নেতা নিহত হয়েছেন। টাঙ্গাইলের সখীপুরে শাশুড়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে। এছাড়া ঝিনাইদহ ও মাগুরায় দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

বরগুনার বামনা উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি এবং দক্ষিণ রামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নূর আলম সিদ্দিকী প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী সালমা খন্দকার এবং পুত্র আহাদ সিদ্দিকীকেও কুপিয়ে আহত করা হয়। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন সালমা ও আহাদ জানান, প্রতিপক্ষ গোলম কবির গ্রুপের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছে। বুধবার ঘুম থেকে উঠে বাড়ির পুকুরে ওজু করতে গিয়েছিলেন নূর আলম সিদ্দিকী। এ সময় একই বাড়ির প্রতিপক্ষ গোলাম কবির, গোলাম ফারুক, জাহাঙ্গীর হোসেন, শাহানারা হেনাসহ একদল সন্ত্রাসী নূর আলমকে রামদা, ছেনা দিয়ে এলোপাতাড়ি কোপায়। তাকে বাঁচাতে গেলে স্ত্রী- সন্তানকেও কুপিয়ে জখম করা হয়। টাঙ্গাইল : সখীপুরে জহুরা বেগম নামে এক নারীকে মেয়ের জামাই ও তার পরিবারের লোকজন পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। জহুরা বাসাইল উপজেলার বাংড়া জোরবাড়ি গ্রামের মেহের আলীর স্ত্রী। ঘটনাটি ঘটেছে সখীপুর উপজেলার নলুয়া দক্ষিণ পাড়া গ্রামে। বাসাইল উপজেলার বাংড়া জোরবাড়ি গ্রামের মেহের আলীর মেয়ে মরিয়ম আক্তারের গত ৮ মাস আগে বিয়ে হয় সখীপুর উপজেলার নলুয়া দক্ষিণ পাড়া গ্রামের লাল মিয়ার ছেলে হাসান সজীব রাজিবের সঙ্গে। মঙ্গলবার বিকালে মেহের আলী ও জহুরা বেগম দম্পতি মেয়ে মরিয়মকে নিয়ে জামাই রাজিবদের বাড়িতে যান। যৌতুকের টাকা না দেওয়ায় তাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। পরে রাজিব ও তার পরিবারের লোকজন মেহের আলী ও তার স্ত্রী-মেয়ের উপর চড়াও হয়। এছাড়া ঝিনাইদহে ধানখেত থেকে ইলিয়াছ আলী নামের এক ইজিবাইক চালকের এবং মাগুরা সদর হাসপাতাল এলাকায় ডাস্টবিন থেকে গতকাল দুপুরে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ খবর