বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

৩ কি.মি মানববন্ধন

মিয়ানমারে মুসলমানদের ওপর সে দেশের সেনাবাহিনী ও বৌদ্ধদের বর্বরোচিত হামলা, গণহত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মনববন্ধন করা হয়েছে। মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে সাইনবোড পর্যন্ত তিন কিলোমিটার এলাকাজুড়ে গতকাল সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। নারায়ণগঞ্জ জেলা অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আমির ও জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আতিকুর রহমান নান্নু মুন্সির সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন— মুফতি মাওলানা বশিরউল্লাহ, মুফতি জুনায়েদ বিন কাসেম, মাওলানা আবুবকর সিদ্দিক, মাওলানা আশরাফ উদ্দিন প্রমুখ।   —সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি 

আ.লীগের বর্ধিত সভা

পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হয়েছে গতকাল। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ। সামসুল আলম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম শাহীন, রায়হান সাকিব, আবদুল মোতালেব হাওলাদার ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান প্রমুখ। — বাউফল প্রতিনিধি

ডিলারশিপ বাতিল

খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগ গত মঙ্গলবার নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের মেসার্স আব্দুল মালেক ট্রেডার্স-এর ডিলারশিপ বাতিল করা হয়েছে।

জানা যায়, ওই ইউনিয়নের ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের ডিলার আব্দুল মালেক ১০৯ কার্ডধারীর প্রত্যেককে আড়াই থেকে তিন কেজি করে চাল কম দিয়েছেন। ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গী জানান, চাল কম দেওয়ার অভিযোগে ওই ডিলারের লাইসেন্স বাতিল করা হয়েছে।

—সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

মতবিনিময় ও র‌্যালি

নারায়ণগঞ্জে রূপগঞ্জের পার্শ্ববর্তী ডেমরার কোনাপাড়ায় শামছুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচন উপলক্ষে বুধবার বিকালে মতবিনিময় ও র‌্যালি হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল। বক্তব্য রাখেন স্কুল শাখার অভিভাবক প্রতিনিধি প্রার্থী মাহফুজুর রহমান মোল্লা সজল, জাহাঙ্গীর আলম এবং কলেজ শাখার প্রার্থী সিরাজুল ইসলাম ও দিল মোহাম্মদ দিলু। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক, মাসুদুর রহমান মোল্লা বাবুল, কৌশিক আহমেদ জসিম, জামালউদ্দিন পাটোয়ারী, ফায়জুল হক খান প্রমুখ।

—রূপগঞ্জ প্রতিনিধি

আসামি আশিক গ্রেফতার

মানিকগঞ্জে বিল্লাল হোসেন হত্যা মামলার আরেক আসামি আশিককে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বহুল  আলোচিত এই হত্যামামলায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেফতার  করা হলো। হরিরামপুর উপজেলার মাচাইন গ্রামে এসএসসি পরীক্ষার্থী মেয়ের উত্ত্যক্তকারীদের হাতে গত ২ নভেম্বর  খুন হন বাবা বিল্লাল হোসেন। —মানিকগঞ্জ প্রতিনিধি

দাউদকান্দি আ.লীগের কমিটি

কুমিল্লার দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সম্মেলনের এক বছর পর গত মঙ্গলবার রাতে ৬৭ সদস্যবিশিষ্ট দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা দেওয়া হয়। নতুন কমিটিতে সভাপতি পদে অ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরী, সাধারণ সম্পাদক পদে ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, সাংগঠনিক সম্পাদক পদে সাত্তার তালুকদার, সিনিয়র সহ-সভাপতি পদে মুক্তিযোদ্ধা খোরশেদ আলম ও ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, বিল্লালুর রশিদ দোলনের নামসহ ৬৭ জনের কমিটির অনুমোদন দেওয়া হয়।

—দাউদকান্দি প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর