পরিচালনা কমিটির সদস্যদের সিদ্ধান্ত ছাড়া মোটা অংকের টাকার বিনিময় পছন্দের প্রধান শিক্ষক নিয়োগের পাঁয়তারার অভিযোগ তুলে সভাপতি আব্দুস সামাদ বাবলুর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা। এ সময় বিদ্যালয়ের ফটকে তালা লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। ফলে শিক্ষকরা ভেতরে প্রবেশ করতে পারেননি এবং কোনো পাঠদান হয়নি। ঘটনাটি ঘটে গতকাল মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয়ে। অভিযুক্ত আব্দুস সামাদ বাবলু পিরোজপুর ইউপির চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। বিক্ষোভকারীরা পরিচালনা কমিটির সভাপতির অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে নানা স্লোগান দেন। কয়েকজন শিক্ষক জানান, বিদ্যালয়ে গিয়ে দেখি স্থানীয়রা আমাদের তালার সঙ্গে আরও দুটি তালা লাগিয়েছে। তাই তারা ভিতরে ঢুকতে না পারায় কোনো ক্লাস হয়নি। শিক্ষকরা আরও জানান, সভাপতির পছন্দের মেহেদী রেজাকে তারা প্রধান শিক্ষক হিসেবে চান না। সহকারী প্রধান শিক্ষকের দায়িত্বে থাকাকালে সিনিয়র শিক্ষকদের সঙ্গে তিনি খারাপ আচরণ করেছেন। কয়েক শিক্ষার্থী জানায়, মেহেদী রেজাকে তারাও প্রধান শিক্ষক হিসেবে মানেন না। তিনি একজন বদমেজাজী। অভিযুক্ত আব্দুস সামাদ বাবলু বলেন, ‘স্কুলের তালা খুলে দিয়েছে, ক্লাস চলছে। তবে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করা হয়েছে। পরবর্তী মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তার বিরুদ্ধে তোলা অভিযোগ সঠিক নয়।’ জেলা শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ জানান, লিখিত অভিযোগ পেলে নিয়োগ বন্ধের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।