রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
টাম্পাকো ট্র্যাজেডি

হতাহত শ্রমিকের পাশে দাঁড়ানোর আহ্বান

টঙ্গী প্রতিনিধি

গাজীপুর-২ আসনের এমপি জাহিদ আহসান রাসেল কারখানা মালিকদের উদ্দেশে বলেন টাম্পাকো কারখানায় অগ্নি দুর্ঘটনায় হতাহত শ্রমিকদের পাশে দাঁড়ান। শ্রমিকের ঘামের টাকায় আজ কোটি টাকার মালিক হয়েছেন। একটি দুর্ঘটনায় আজ শ্রমিকরা পথে বসতে শুরু করেছে। অনেক শ্রমিক এখনো আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছে। তাদের খোঁজখবর নিয়ে চিকিৎসার ব্যবস্থা করুন। শনিবার দুপুরে টঙ্গী বিসিক শিল্প মালিক কল্যাণ সমিতির উদ্যোগে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে মহিউদ্দিন শেখের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিক কর্মকর্তা আবুল বাশার, নর্দাণ গ্রুপের নির্বাহী পরিচালক মো. হাসিব উদ্দিন আহম্মেদ (মন্টু), হোসেন ডাইং-এর পরিচালক মো. হান্নান, জিন্স কালেকশন কারখানার এমডি মোহাম্মদ মোমিন উল্লাহ, এস আলম ইঞ্জিনিয়ারিং কারখানার পরিচালক সোহেল প্রমুখ। বক্তব্য শেষে প্রধান অতিথি নিহত ৩৪ ও নিখোঁজ ১১ পরিবারের মধ্যে ২৭ হাজার টাকা এবং আহত ৩৫ জন শ্রমিককে  নগদ ১১ হাজার টাকা তুলে দেন। এছাড়া অপর এক শ্রমিককে ৫০ হাজার টাকাসহ মোট ১৬ লাখ টাকা দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর ভোরে টঙ্গী বিসিক টাম্পাকো ফয়েলস কারখানায় অগ্নি দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে।

সর্বশেষ খবর