সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
কল্পনা চাকমা অপহরণ

উচ্চ পর্যায়ের তদন্ত দাবি জেএসএসের

রাঙামাটি প্রতিনিধি

হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমার অপহরণ ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত ও দোষীদের বিচার দাবিতে মানববন্ধন করেছে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) নেতা-কর্মীরা। রাঙামাটি শহরের জেলা প্রশাসন কার্যালয় চত্বরে গতকাল এ মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য  দেন সজীব চাকমা, সোনারানী চাকমা, ইন্টু মনি তালুকদার প্রমুখ। মানববন্ধনে বক্তারা রাঙামাটি জেলা পুলিশ সুপারের দেওয়া কল্পনা চাকমার অপহরণ মামলার চূড়ান্ত তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করে উচ্চপর্যায়ের তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান।

১৯৯৬ সালের ১২ জুন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা লাইল্যা ঘোনা নিজ বাড়ি থেকে দুর্বৃত্তরা কল্পনা চাকমাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। এ অপহরণ ঘটনার মামলার ৩৯তম তদন্ত কর্মকর্তা হিসেবে রাঙামাটির পুলিশ সুপার ৭ সেপ্টেম্বর  তদন্তের চূড়ান্ত প্রতিবেদন রাঙামাটি আদালতে পেশ করেন।

সর্বশেষ খবর