সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

খামারি সমাবেশ

গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দফতরের নবনির্মিত উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র উদ্বোধন, খামারি সমাবেশ ও নির্বাচিত খামারিদের সম্মাননা ক্রেস্ট প্রদান গতকাল অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রাণিসম্পদ অফিস ক্যাম্পাসে অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অখিল চন্দ্রের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডা. মেহেদী হোসেন, এ কে এম আরিফুল ইসলাম। অনুষ্ঠানে গাজীপুর সদর উপজেলার ১৪টি নির্বাচিত খামারিকে প্রাণিম্পদ উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা প্রদান করা হয়। —গাজীপুর প্রতিনিধি

সন্ত্রাসী গ্রেফতারের দাবি

গাজীপুরের টঙ্গী খরতৈল সখীনগর বাজার এলাকায় গ্রামবাসীর উদ্যোগে চিহ্নিত সন্ত্রাসী ফাটামনির, জাকির ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে শনিবার রাতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার, স্থানীয় কাউন্সিলর মজিবুর রহমান, মহিলা কাউন্সিলর শিরিন আক্তার, আওয়ামী লীগ নেতা ফিরোজ খান প্রমুখ। বক্তারা এসব সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

—টঙ্গী প্রতিনিধি

হোসেনপুরে জমি নিয়ে সংঘর্ষ

কিশোরগঞ্জের হোসেনপুরে মসজিদের জমি নিয়ে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার রাতে স্থানীয় আদো মাস্টারের বাজারে এ ঘটনা ঘটেছে। মসজিদ কমিটির সভাপতি আলমগীর হোসেন টুটুল ও নুরুল ইসলামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। এলাকার লোকজন জানান, ওই জমির দাগে মসজিদ ও নুরুল ইসলামের জায়গা রয়েছে। বর্তমানে জমির দাম বেড়ে যাওয়ায় উভয় পক্ষই রাস্তার পাশ দিয়ে জমির দখল নিতে চাওয়ায় সংঘর্ষের সূত্রপাত হয়। হোসেনপুর থানার ওসি মো. নান্নু মোল্লা জানান, বিষয়টি নিয়ে আদালতে মামলা রয়েছে। ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করায় পুলিশ টহল দিচ্ছে। —হোসেনপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর