শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে মিছিল, কুশপুত্তলিকা দাহ

প্রতিদিন ডেস্ক

রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে বরিশালসহ বিভিন্ন স্থানে গতকাল বিক্ষোভের খবর পাওয়া গেছে। নিজস্ব প্রতিবেদক, বরিশাল— জানান, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে বরিশালে আল কোরআন ফাউন্ডেশন নামে একটি সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ, কুশপুত্তলিকা দাহ এবং বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল বাদ জুমা নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন আল কোরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিএনপির যুগ্ম-মহাসচিব আলহাজ মজিবর রহমান সরোয়ার। বক্তব্য রাখেন পোর্ট রোড জামে মসজিদের পেশ ইমাম মো. সাইয়েদুর রহমান, বাজার রোড জামে মসজিদের খতিব মো. মিজানুর রহমানসহ বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার আলেম-ওলামাগন। সভাপতির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সরোয়ার বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ দায়িত্ব এড়ালে চলবে না। সেখানকার মুসলমানরা খেতে পারছে না। তারা গৃহহীন। তাদের প্রতি সদয় হতে হবে। সমাবেশের এক পর্যায়ে মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সুচির কুশপুত্তলিকা দাহ করে মুসলমান হত্যার প্রতিবাদ জানানো হয়। সিরাজগঞ্জ : জেলা শহরের স্বাধীনতা স্কয়ারে বাদ জুমা সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন। মুফতি মুহিবুল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, আলআমিন সিরাজী, আবদুস সামাদ, এস.এম. ফরিদ, আবদুর রাজ্জাক ও আলআমিন প্রমুখ। বক্তারা মিয়ানমার দূতাবাস বন্ধসহ মিয়ানমারের পণ্য বর্জনের ঘোষণা দেন।  ঝিনাইদহ : জেলা শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন। মিছিল শেষে সমাবেশে মাস্টার শরাফত হোসেন জোয়ার্দ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন শাহ্ মুহাম্মদ এনামুল হক, ডা. এইচ. এম মমতাজুল করিম, মুহাম্মদ আবদুল জলিল, মনিরুল ইসলাম প্রমুখ। বক্তারা, রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে ১৮ মার্চ লংমার্চে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান। মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ শহরের অঙ্করিত যুদ্ধ ভাস্কর্যের সামনে সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা আ. হামিদ, মুফতি মো. রুহুল আমীন, মো. খোরশেদ আলম প্রমুখ। মানববন্ধনে প্রায় ৩০টি কওমি মাদ্রাসার প্রায় সহস্রাধিক ছাত্র ও শিক্ষক অংশ গ্রহণ করেন।

সর্বশেষ খবর