রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মিরসরাইয়ে দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ৫০

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে মাহফিল শেষে তবারক নেওয়ার সময় মসজিদের দেয়াল ধসে এক শিশু নিহত ও আহত হয়েছেন ৫০ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল ভোরে তার মৃত্যু হয়। নিহত শিশুর নাম জামশেদ আলম জিশান (১১)। সে বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় গ্রামের প্রবাসী জামাল উদ্দিনের একমাত্র ছেলে ও স্থানীয় কিন্ডার গার্টেনের ছাত্র ছিল। বারইয়ারহাট জেনারেল হাসপাতালের চিকিৎসক আসিফ আব্দুল্যাহ জানান, আমাদের হাসপাতালে দেয়াল ধসে আহত ১২ জন চিকিৎসা নেন। তারা সবাই জখম হয়েছে। স্থানীয় শেফা ইনসান হাসপাতালের ডাক্তার উত্তম কুমার জানান, আহত অধিকাংশ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কেউ কেউ শরীরে মারাত্মক আঘাত পেয়েছেন। মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার বিপুল দেবনাথ বলেন, ‘দেয়াল ধসের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। তাদের মধ্যে জিশান নামে এক শিশু শনিবার ভোরে মারা গেছে।’ জানা যায়, জোরারগঞ্জ থানাধীন চিনকি আস্তানা রেল স্টেশন সংলগ্ন আব্দুল গনি ওয়াকফ স্টেট জামে মসজিদের উদ্যোগে রবিউল আউয়াল উপলক্ষে দোয়া মাহফিল আয়োজন করা হয় মসজিদ প্রাঙ্গণে। শুক্রবার বিকাল ৩টা থেকে শুরু হওয়া মাহফিল শেষ হয় রাত সাড়ে ১১টায়। মাহফিল শেষে তবারক গ্রহণকালে হঠাৎ মসজিদের দ্বিতীয় তলার একটি দেয়াল ধসে চাপা পড়ে আহত হন অর্ধশত মানুষ। আহতদের অধিকাংশই শিশু। এদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন, বারইয়ারহাট জেনারেল হাসপাতালে ১২ ও শেফা ইনসান হাসপাতালে ১২ জন চিকিৎসা নেন। গুরুতর আহত কয়েকজন চট্টগ্রাম মেডিকেলে ভর্তি রয়েছেন।

সর্বশেষ খবর