মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

লালমনিরহাটে তাঁত ও বস্ত্রমেলা

লালমনিরহাট কালেক্টরেট মাঠে পৌরসভা আয়োজিত মাসব্যাপী তাঁত ও বস্ত্রমেলা গতকাল শুরু হয়েছে। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ মেলার উদ্বোধন করেন। পৌরমেয়র রিয়াজুল ইসলাম রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সফুরা বেগম রুমী এমপি, জেলা প্রশাসক আবুল ফায়েজ আলাউদ্দিন খান, পুলিশ সুপার এসএম রশিদুল হক প্রমুখ। মেলায় ১৩০টি বেনারসি পল্লীর স্টলসহ ৩০০টি স্টল স্থান পেয়েছে।

—লালমনিরহাট প্রতিনিধি

রূপগঞ্জে ২৫০০ শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বদেশ কিন্ডার গার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৩৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলার মজিবুর রহমান ভুঁইয়া উচ্চ বিদ্যালয়, হাজী এখলাছ উদ্দিন ভুঁইয়া স্কুল অ্যান্ড কলেজ ও হাজী নুর উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা শুরু হয়। দু দিনব্যাপী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে নার্সারি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা। পরীক্ষা কেন্দ  পরিদর্শন করেছেন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আলহাজ লায়ন মোজাম্মেল হক ভুইয়া, সভাপতি জসিম উদ্দিন ভুইয়া, শিক্ষক তাইজুদ্দিন শিকদার, মোহাম্মদ ইউনুছ, শফিকুল ইসলাম, জামাল উদ্দিন, বোরহান উদ্দিন, শামিম মিয়া, এনামুল হক, আলেয়া বেগম প্রমুখ।

—রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর