বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

জলমহাল দখল নিয়ে সংঘর্ষ ভাঙচুর, আহত ৫৫

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে জলমহাল দখল ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পৃথক সংঘর্ষে সাংবাদিকসহ ৫৫ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। আহতদের ভৈরবসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি জলমহাল দখলকে কেন্দ্র করে গতকাল সকালে পঞ্চবটি ও দক্ষিণ জগন্নাথপুরের দুই দল গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্র ও ইট-পাটকেলের আঘাতে আহত হন উভয়পক্ষের ৩৫ জন। পেশাগত দায়িত্ব পালনকালে ইটের আঘাতে জখম হন স্থানীয় সাংবাদিক ফজলুর রহমান ও এমএ হালিম। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৩০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে হৃদয় ও জাকারিয়া নামে দুই যুবককে আটক করা হয়েছে।

অপরদিকে আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাদেক ও সম্পাদক আনিস মিয়ার সমর্থকদের সংঘর্ষে আহত হন অন্তত ২৫ জন। সংঘর্ষ চলাকালে ৮-১০টি বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে বলে স্থানীয়রা অভিযোগ করেন। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ খবর