শিরোনাম
সোমবার, ২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এক পলক

ভোলায় ‘গ্রন্থিকগণ কহে’ মঞ্চস্থ

ভোলা থিয়েটারের ২৭ বছর পূর্তি উদযাপন করা হয়। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় ভোলার কবি মোজাম্মেল হক টাউন হলে গুণীজন সম্মাননা, শুভেচ্ছা বিনিময় ও ড. সেলিম আল দীন রচিত ‘গ্রন্থিকগণ কহে’ নাটকটি মঞ্চস্থ হয়েছে। ভোলা থিয়েটারের ২০তম প্রযোজনা নাটকটির নির্দেশনায় ছিলেন অনিক সাহা। অতনু করঞ্জাই, নাসির লিটন, সন্তু, মুনিয়া, পারভেজসহ এক ঝাঁক তরুণ শিল্পীর অসাধারণ অভিনয় দর্শকদের মোহিত করেছে। নাটকটিতে বাংলা নাট্যের ক্ষয়িঞ্চু লোকআঙ্গিক যাত্রাপালা এবং এই যাত্রাপালার সঙ্গে জড়িত মানুষের জীবনের ইতিকথা ফুটে উঠেছে। —ভোলা প্রতিনিধি

চাঁদপুরে অর্থনৈতিক রিপোর্ট প্রকাশ

চাঁদপুর জেলা পরিসংখ্যান ব্যুরো ২০১৩-এর অর্থনৈতিক রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে চাঁদপুর জেলায় কর্মসংস্থান দ্বিগুণসহ সামগ্রিক কর্মসংস্থানে নারীদের অংশগ্রহণ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার দুপুরে বার্ষিক রিপোর্ট প্রকাশ করেন জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ ওয়াদুদ, উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. তানজীব হাসান ভূঁইয়া। —চাঁদপুর প্রতিনিধি

৬ বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চুয়াডাঙ্গায় ৬ বিজিবির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে চুয়াডাঙ্গার ৬ বিজিবির সদর দফতরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজিবির যশোর রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল ওয়াহিদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস, ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ প্রমুখ।

—চুয়াডাঙ্গা প্রতিনিধি

দূষণ বন্ধের দাবি

নাটোরের বড়াইগ্রামে পরিবেশ ও শব্দ দূষণের প্রতিকার চেয়ে ইউএনও ও সহকারী কমিশনারের (ভূমি) কাছে আবেদন করেছেন এক ব্যক্তি। উপজেলার পাঁচবাড়ীয়া এলাকার দারিখৈর গ্রামের হাসানুর রহমান (লুটন) জানান, তার বাড়ির পাশে মুরগির খামার তৈরি করেন প্রতিবেশী ইসমাইল হোসেন। দুর্গন্ধ ও শব্দ দূষণের ফলে তিনি অন্য জায়গায় বাড়ি করেন। কিন্তু ইসমাইল অজ্ঞাত কারণে নতুন বাড়ির কাছেও মুরগির খামার স্থাপনের কাজ শুরু করেন। ইউএনও বিষয়টি তদন্তের জন্য ইউনিয়নের তহশিলদার শাহাদত হোসেনকে দায়িত্ব দেন। কিন্তু দীর্ঘদিন পার হলেও তহশিলদার তদন্ত রিপোর্ট প্রদান করেন নাই। —নাটোর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর