রবিবার, ৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জনবল সংকটে বন্ধ ১৬ স্টেশন

লালমনিরহাট-সান্তাহার রেলরুট

লালমনিরহাট প্রতিনিধি

জনবল সংকটের অজুহাতে পঞ্চিমাঞ্চল রেলওয়ের লালমনিরহাট-সান্তাহার রেল সেকশনের ১৬টি স্টেশন পাঁচ বছর ধরে ক্লোজড ডাউন বা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে সংকুচিত হয়ে পড়েছে ওইসব স্টেশনে সব বাণিজ্যিক কার্যক্রম। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লালমনিরহাট-সান্তাহার সেকশনে ২৯টি রেল স্টেশন রয়েছে। এর মধ্যে মহেন্দ্রনগর, চৌধুরী রানী, হাসানগঞ্জ, নলডাঙ্গা, কামারপাড়া, কূপতলা, বাদিয়াখালী, মহিমাগঞ্জ, সুখানপুকুর, আলতাফ নগর, নশরতপুর, পাঁচপীর মাজারসহ ১৬টি স্টেশন বিভিন্ন পর্যায়ে বন্ধ করে দেওয়া হয়েছে। লালমনিরহাটের বিভাগীয় ট্রাফিক তত্ত্বাবধায়ক (ডিটিএস) মোস্তাফিজুর রহমান জানান, নানা কারণে রেল বিভাগ জনবল সংকটে রয়েছে। বন্ধ আছে চাহিদা অনুযায়ী লোক নিয়োগ। তবে শিগগিরই এসব সমস্যা কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর