শিরোনাম
রবিবার, ৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এক পলক

গণপিটুনিতে মৃত্যু

জামালপুরে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানান, জেলা শহরের নাওভাঙ্গা চরে  শুক্রবার রাাতে গরু চুরি চেষ্টাকালে নবীন নামে ওই ব্যক্তিকে গণপিটুনি দেয় গ্রামবাসী। গুরুতর আহত অবস্থায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তির পর শনিবার দুপুরে তার মৃত্যু হয়। নিহত নবীনের বাড়ি পার্শ্ববর্তী শেরপুর সদর উপজেলার দিকপাড়া গ্রামে।

—জামালপুর প্রতিনিধি

কম্বল বিতরণ

মুন্সীগঞ্জের লৌহজংয়ের বেশ কয়েকটি গ্রামে গরিব ও দুস্থদের মাঝে প্রায় দুই হাজার কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এসব কম্বল বিতরণ করা হয়। উপজেলার মেদিনী মণ্ডল ইউনিয়ন পরিষদসহ বেশ কটি ইউনিয়ন মাঠ প্রাঙ্গণে মুন্সীগঞ্জ-২ আসনের এমপি অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন। —মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রতিবন্ধীকে হুইল চেয়ার

অসহায় প্রতিবন্ধী স্কুলছাত্রী পপির পাশে দাঁড়ালেন শেরপুরের শ্রীবরদী থানার ওসি এস আলম। গতকাল দুপুরে পপিকে হুইল চেয়ার ও পড়ালেখার খরচ বাবদ নগদ টাকা দিয়েছেন তিনি। এ সময় তার পড়ালেখার আরও খরচ দেওয়ার আশ্বাস দেন। পপি ঝিনাইগাতীর উপজেলার পশ্চিম কান্দুলী গ্রামের দিনমজুর জয়নাল আবেদীনের মেয়ে ও ভটপুর এইচইউ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। জানা যায়, ‘প্রতিবন্ধী পপির কি কেউ নেই’ শিরোনামে গণমাধ্যমে খবর প্রকাশ হয়। সংবাদটি ওসি এস আলমের নজরে আসে। —শেরপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর