মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জেলায় জেলায় উন্নয়ন মেলা

লক্ষ্য সরকারের উন্নয়নমূলক কাজ প্রান্তিক মানুষের কাছে তুলে ধরা

প্রতিদিন ডেস্ক

দেশের বিভিন্ন জেলা-উপজেলায় গতকাল শুরু হয়েছে উন্নয়ন মেলা। বর্তমান সরকারের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং এসডিজি অর্জনসহ নানা বিষয় জনগণের কাছে তুলে ধরাই তিন দিনব্যাপী এ মেলার মূল লক্ষ্য। স্লোগান রাখা হয়েছে ‘উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র’। মেলা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

রাজশাহী : রাজশাহী কলেজমাঠে মেলা উদ্বোধন করেন ফজলে হোসেন বাদশা। কাজী আশরাফ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়েন উদ্দিন, বেগম আকতার জাহান, হবিবুর রহমান, মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া। সিলেট : সিলেটে বিকালে মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শহিদুর রহমান চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন নজিবুর রহমান, জামাল উদ্দীন আহমেদ, জয়নাল আবেদীন প্রমুখ। বরিশাল : নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত মেলা বিকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে মো. গাউস, শেখ মারুফ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন— ড. গাজী মো. সাইফুজ্জামান, মিজানুর রহমান, রহিমা সুলতানা কাজল প্রমুখ। ময়মনসিংহ : সকালে শোভাযাত্রা উদ্বোধন করেন মেজবাউল হক। অংশ নেন জিএম সালেহ উদ্দিন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, খলিলুর রহমান। দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিমনেসিয়াম মাঠে মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ভালুকায় মেলা উদ্বোধনের আগে ডা. এম আমান উল্যার নেতৃত্বে বের হয় র‌্যালি। বগুড়া : জিলা স্কুলমাঠ থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশ নেন আব্দুল মান্নান, আশরাফ উদ্দিন, মমতাজ উদ্দিন প্রমুখ। চুয়াডাঙ্গা : বেলা আড়াইটায় সায়মা ইউনুসের নেতৃত্বে র‌্যালি শহর প্রদক্ষিণ করে। পরে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে মেলা উদ্বোধন করা হয়। সিরাজগঞ্জ : শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজমাঠে মেলা উদ্বোধন করেন অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন— সেলিনা বেগম স্বপ্না, মুহাম্মদ কামরুল হাসান, আবু ইউসুফ প্রমুখ। দিনাজপুর : দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে মীর খায়রুল আলমের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে জিলা স্কুলমাঠে শেষ হয়। শোভাযাত্রায় মাহফুজ জামান আশরাফ, ফরিদুল ইসলাম, তৌফিক ইমাম প্রমুখ অংশ নেন। বিকালে জিলা স্কুলমাঠে মেলা উদ্বোধন করেন মীর খায়রুল আলম। চাঁপাইনবাবগঞ্জ : ডিসি কার্যালয়ের সামনে থেকে বের হওয়া শোভাযাত্রার নেতৃত্বে ছিলেন মাহমুদুল হাসান ও টিএম মোজাহিদুল ইসলাম। র‌্যালি শেষে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উন্নয়ন মেলা উদ্বোধন ঘোষণা করা হয়। চাঁদপুর : চাঁদপুর স্টেডিয়াম মাঠে মেলা উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুস সবুর মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন হেমায়েত হোসেন, আবু নঈম পাটওয়ারী দুলাল, মোহাম্মদ আব্দুল হাই। বাগেরহাট : জেলা শহরের স্বাধীনতা উদ্যানে মেলা উদ্বোধন করেন অ্যাড. মীর শওকাত আলী বাদশা। এর আগে বের হয় শোভাযাত্রা। পরে তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় পংকজ চন্দ্র রায়, শফিকুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। এদিকে জেলার মোরেলগঞ্জে মেলা উদ্বোধন করেন শাহ্-ই-আলম বাচ্চু। এর আগে শোভাযাত্রায় অংশ নেন মুহাম্মদ ওবায়দুর রহমান, আজমীন নাহার, নাজমুল হুদা প্রমুখ। লক্ষ্মীপুর : সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন মেলা প্রাঙ্গণে গিয়ে মিলিত হয়। উপস্থিত ছিলেন একেএম শাহজাহান কামাল, জিল্লুর রহমান চৌধুরী, শেখ শরীফুল ইসলাম প্রমুখ। তাছাড়া কমলনগর ও রামগতিতে মেলা উপলক্ষে পৃথক র‌্যালি ও আলোচনা সভা হয়। কমলনগরে সভায় মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অ্যাড. সৈয়দ মোহাম্মদ শামছুল আলম। আর রামগতিতে সভাপতিত্ব করেন এসএম শফি কামাল। প্রধান অতিথি ছিলেন আবদুল ওয়াহেদ। কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে মেলা উদ্বোধন করেন দিলারা বেগম আসমা। এ উপলক্ষে সকালে বের হয় শোভাযাত্রা। পরে আজিমুদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও : জেলা প্রশাসন চত্বর থেকে বের হয় র‌্যালি। অংশ নেন আব্দুল আওয়াল, জহুরুল ইসলাম, দেওয়ান আহম্মেদ লালন। দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত ছিলেন রমেশ চন্দ্র সেন, দবিরুল ইসলাম, ইয়াসিন আলী, সেলিনা জাহান লিটা প্রমুখ। এদিকে জেলার পীরগঞ্জে পাইলট উচ্চ বিদ্যালয়মাঠে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করেন। এ সময় ইমদাদুল হক, এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন। ঝিনাইদহ : পুরাতন ডিসি চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। সেখানে আলোচনা সভায় মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন সাইদুল করিম মিন্টু, আজবাহার আলী।  টাঙ্গাইল : শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলা উদ্বোধন করবেন। এর আগে মাহবুব হোসেনের নেতৃত্বে বের হওয়া শোভাযাত্রায় অংশ নেন ড. মো. আলাউদ্দিন, অ্যাড. খোরশেদ আলম।  নাটোর : কানাইখালী স্টেডিয়াম মাঠ থেকে শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে নবাব সিরাজ উদ্-দৌলা সরকারি কলেজ মিলনায়তন প্রাঙ্গণে শেষ হয়। সেখানে মেলা উদ্বোধন ও আলোচনা সভায় ছিলেন— শাহিনা খাতুন, বিপ্লব বিজয় তালুকদার, উমা চৌধুরী জলি প্রমুখ। লালমনিরহাট : সকালে বের হওয়া র‌্যালিতে নেতৃত্ব দেন ফিরোজ সালাউদ্দিন। আবুল ফায়েজ মো. আলাউদ্দিন খান, নাজমুল ইসলাম, এসএম রশিদুল হক প্রমুখ র‌্যালিতে অংশ নেন। মাগুরা : শহরের নামানী ময়দান থেকে র‌্যালি শুরু হয়ে কালেক্টরেট মাঠে শেষ হয়। সেখানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কামরুল লাইলা জলি। মাহবুবর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন মুনিবুর রহমান, খোন্দকার আজিম আহমেদ প্রমুখ। মেহেরপুর : ড. শামসুজ্জোহা নগর উদ্যানে পরিমল সিংহ ও ফরহাদ হোসেন মেলা উদ্বোধন করেন। পরে শাশ্বত নির্পণের সঞ্চালনায়  সভায় পরিমল সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফরহাদ হোসেন। কক্সবাজার : পাবলিক হলের শহীদ দৌলত ময়দানে মেলা উদ্বোধন করেন খোরশেদ আরা হক। আলী হোসেনের সভাপতিত্বে এ সময় অ্যাড. সিরাজুল মোস্তফা, আশেক উল্লাহ রফিক, গোলাম কুদ্দুসসহ অন্যরা উপস্থিত ছিলেন। এছাড়া জেলার চকরিয়া কমিউনিটি সেন্টার মাঠে মেলার আয়োজন করা হয়। মেলা উপলক্ষে র‌্যালি শেষে মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাফর আলম। নীলফামারী : ডিসি অফিস থেকে শুরু হওয়া র‌্যালিতে নেতৃত্ব দেন আকবর হোসেন। র‌্যালিটি শহরের বড় মাঠ প্রাঙ্গণে মেলাস্থলে শেষ হয়। বিকালে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পর নীলফামারীতে মেলার শুভ সূচনা হয়। মুন্সীগঞ্জ : ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী উন্নয়ন মেলা উদ্বোধনের পর স্থানীয়ভাবে সায়লা ফারজানা পায়রা উড়িয়ে মেলার শুভ সূচনা করেন। এর আগে মেলা উপলক্ষে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মেলার শুভ সূচনা করেন নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন— টিপু মোল্লা, শওকত ওসমান, অংশু কুমার দেব। শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফান্সের মাধ্যমে মেলা উদ্বোধন করেন। মেলা উপলক্ষে উপাধ্যক্ষ এমএ শহীদের নেতৃত্বে শহরে বের হয় র‌্যালি। মাদারগঞ্জ : জামালপুরের মাদারগঞ্জে র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ওবায়দুর রহমান বেলাল। ড. মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মির্জা গোলাম কিবরিয়া কবির। ফুলবাড়ী : কুড়িগ্রাম ফুলবাড়ীতে মেলা উদ্বোধন করেন ইউএনও দেবেন্দ্র নাথ উরাঁও। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন নজির হোসেন, গোলাম রব্বানী সরকার। মেলা উপলক্ষে অনুষ্ঠিত হয় র‌্যালি। গলাচিপা : পটুয়াখালীর গলাচিপায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলা উদ্বোধন করেন। এ সময় আবদুল্লাহ আল বাকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সামসুজ্জামান লিকন।

কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিনব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ সানোয়ার হেসেন। প্রধান অতিথি ছিলেন কারিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম রাসেল। ধামরাই : ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার থেকে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। উদ্বোধন করেন স্থানীয় এমপি এমএ মালেক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) তাসলিমা মোস্তারী।  মেলায় ধামরাই পৌরসভা কর্তৃপক্ষের স্টলসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অনেকে অংশগ্রহণ করেন। পৌরসভার স্টলে মেয়র গোলাম কবির প্রামাণ্য চিত্রের মাধ্যমে পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর