মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
কলেজ জাতীয়করণের দাবি

হরতালে অচল খানসামা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের খানসামা ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবিতে ডাকা রবিবারের অর্ধদিবস হরতাল শেষে মানুষের বাড়ি ভাঙচুর, শিশু ও নারীদের ওপর নির্যাতন ও গণগ্রেফতারের প্রতিবাদে সোমবার আবারও অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।

হরতালে খানসামা প্রায় অচল ছিল। সব ধরনের যানচলাচল বন্ধ ছিল। খোলেনি কোনো দোকানপাট। রাজপথে পুলিশ ছাড়া সাধারণ মানুষ দেখা যায়নি। খানসামা ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হাসান রিয়াদ জানান, খানসামাবাসীর দাবি খানসামা ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবিতে রবিবার অর্ধদিবস হরতাল আহ্বান করে খানসামা ডিগ্রি কলেজ জাতীয়করণ বাস্তবায়ন কমিটি। শান্তিপূর্ণ হরতাল শেষে বিনা উসকানিতে পুলিশ স্থানীয় জনতার ওপর রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপসহ হামলা চালায়। এরপর পুলিশ দলবদ্ধ হয়ে বাড়ি বাড়ি গিয়ে ভাঙচুর চালায়। এ সময় পুলিশ শিশু ও নারীদের ওপর নির্যাতন ও গণগ্রেফতার করে। তিনি অবিলম্বে আটক রাকেশ গুহ, রফিকুল ইসলাম, আবদুর লতিফ, সালজার রহমান, আতাউর রহমান, ইমরান ইসলাম, শফিক আহমেদ পরাগ, বিপ্লব  চৌধুরীসহ সব সংগ্রামী নেতার নিঃশর্ত মুক্তির দাবি করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর