বুধবার, ১১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিজস্ব ভাষায় প্রাথমিক শিক্ষা

রাঙামাটি প্রতিনিধি

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিজস্ব  মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। নতুন শিক্ষাবর্ষ শুরুতেই  চাকমা, মারমা, ত্রিপুরা ও সাদ্রি ভাষার ওপর প্রণীত স্ব স্ব মাতৃভাষার পাঠ্যবই শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে। বইগুলো তাদের নিজস্ব লিপিতে লেখা। নিজস্ব সংস্কৃতির চিত্রসহ আনুষঙ্গিক বিষয় দিয়ে বইগুলো সাজানো হয়েছে। রাঙামাটিতেও বছরের প্রথম দিন পাঠ্যবই হাতে পেয়ে খুশিতে নাচছে পাহাড়ি শিশুরা। পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, রাঙামাটির ৫০টি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষায় ছাপানো বই শিক্ষার্থীদের দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর