বুধবার, ১১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এক পলক

কল্পনা চাকমার মামলার শুনানি ২২ মার্চ

বহুল আলোচিত হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমার অপহরণ মামলার নারাজির শুনানি আগামী ২২ মার্চ। মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটট কাজী মহসেন বিচারিক আদালত এ মামলার পুনরায় শুনানির দিন ধার্য করা হয়। শুনানির সময় রাঙামাটি জেলা আদালতে মানবাধিকারকর্মী খুশী কবির, চাকমা রাণী ইয়ান ইয়ান, জুয়েল দেওয়ান ও কল্পনার বড় ভাই কালিন্দি কুমার চাকমাসহ মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন। ১৯৯৬ সালের ১২ জুন বাঘাইছড়ি উপজেলা লাইল্যা ঘোনা এলাকার নিজ বাড়ি থেকে দুর্বৃত্তরা কল্পনা চাকমাকে তুলে নিয়ে যায় বলে দাবি করেন তার পরিবার। —রাঙামাটি প্রতিনিধি

স্কুল ভবনের সিঁড়ি ধস ঠিকাদারের বিরুদ্ধে জিডি

মেহেরপুরের গাংনী উপজেলার নবীনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ২য় তলার সিঁড়ি ধসের ঘটনায় কর্মরত শ্রমিকের  নামে জিডির ১ দিন পর  নির্মাণাধীন ঠিকাদারের বিরুদ্ধে জিডি করেছে সহকারী প্রকৌশলী সামছুল ইসলাম।  সোমবার রাতে গাংনী থানায় এ জিডি করেন তিনি। জিডির আরজিতে বলা হয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠান তামান্না ট্রেড ইন্টা. এর মালিক কুষ্টিয়া জেলার উজানগ্রাম বৃত্তিপাড়া এলাকার জনৈক ঠিকাদার সাইদুর রহমান কর্তৃপক্ষকে না জানিয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে সিঁড়ি ঢালাই করেছে। —মেহেরপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর