শিরোনাম
শনিবার, ১৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শীতে কাঁপছে পাহাড়বাসী

খাগড়াছড়ি প্রতিনিধি

শীতে কাঁপছে পাহাড়বাসী। প্রচণ্ড ঠাণ্ডা হাওয়া বইছে। কমে গেছে রৌদ্রের প্রখরতা। পল্লী ও গুচ্ছগ্রামগুলোর লোকজন ঠাণ্ডাবাহী রোগে আক্রান্ত হচ্ছে। জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা হাসপাতালগুলোতে ঠাণ্ডাবাহী রোগীর সংখ্যা দিন দিনই বৃদ্ধি পাচ্ছে। রোগীর বেশির ভাগই নারী ও শিশু।

পল্লী ও গুচ্ছগ্রামগুলোর লোকজন গাছের ডাল-পালা, খড়-কুটা দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এ দিকে শীতার্তদের মাঝে খাগড়াছড়ির বিদায়ী রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স ম মাহবুব আলম ও মেয়র রফিকুল আলম পৃথকভাবে শীতবস্ত্র বিতরণ করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর