রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রজনীকান্ত সেন স্মৃতি পাঠাগার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিরাজগঞ্জ প্রতিনিধি

কবি রজনীকান্ত সেন ও তার নাতনি বাংলা ছায়াছবির কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের জন্মস্থান এবং সাহিত্য রত্ন নজিবর রহমানের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সেন ভাংগাবাড়ি গ্রাম। গত শুক্রবার এই সেন ভাংগাবাড়ি গ্রামে কবি রজনীকান্ত স্মৃতি সংসদ ও পাঠাগারের তিনতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার।

এ সময় স্মৃতি সংসদের পক্ষে রজনী মুক্তমঞ্চে কবির বিন আনোয়ারকে সংবর্ধনা দেওয়া হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট সানোয়ার হোসেন তালুকদার। বক্তৃতা দেন ও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ  জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল হাসান, জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল হাসান, ৩ নং ভাংগাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী খন্দকার ফজলুল হক ভাসানী ও টিএম রিয়াদ রাশেদী (সৌরভ) । অনুষ্ঠানটি পরিচালনা করেন রজনী সংসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম (শান্ত)।

সর্বশেষ খবর