বুধবার, ২৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

‘ডুসিনি মাসকুলার ডিসট্রোফি’ আক্রান্তদের চিকিৎসায় মেডিকেল দল গঠন

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে দুরারোগ্য ব্যাধি ‘ডুসিনি মাসকুলার ডিসট্রোফি’ আক্রান্ত তিনজনের চিকিৎসার জন্য জেলা সিভিল সার্জন ডা. রাশেদা সুলতানা উদ্যোগ গ্রহণ করেছেন। সিভিল সার্জন তাঁর নেতৃত্বে গঠন করেছেন তিন সদস্যের মেডিকেল দল। দলের সদস্যরা হলেন— মেহেরপুর জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট আশিস কুমার দেবনাথ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. অলোক কুমার দাস, মেহেরপুর জেনারেল হাসপাতালের আরএমও এবং শিশু বিশেষজ্ঞ ডা. এহসানুল কবীর। গত রবিবার মেডিকেল টিমটি মেহেরপুর শহরের বেড়পাড়ায় তোফাজ্জল হোসেনের বাড়িতে যান। সেখানে তারা তোফাজ্জলের রোগাক্রান্ত দুই সন্তান ও নাতির খোঁজখবর নেন ও তাদের চিকিৎসার কাগজপত্র পর্যবেক্ষণ করেন। ডা. রাশেদা সুলতানা জানান, এটি জিনগত সমস্যা। এ রোগের কোনো চিকিৎসা নেই। শুধু ছেলেরাই ‘ডুসিনি মাসকুলার ডিসট্রোফি’ রোগে আক্রান্ত্র হয়। জন্মের পর শিশু ভালোই থাকে। আক্রান্তরা তিন বছর বয়স থেকে ঠিকমতো উঠে দাঁড়াতে পারে না। শরীরের মাংসপেশিগুলো ধীরে ধীরে জমাট বেঁধে যায়। ধীরে ধীরে তারা চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলে এবং একপর্যায় মারা যায়। তিনি আরো জানান, এ রোগের চিকিৎসা না থাকলেও তাদের শরীরের অন্যান্য রোগের চিকিৎসা সম্ভব। এদিকে খুলনা বিভাগীয় কমিশনার, মেহেরপুর জেলা প্রশাসন তোফাজ্জলের পরিবারের খোঁজ-খবর রাখছেন। উল্লেখ্য, কয়েক বছর ধরে  তোফাজ্জেল হোসেনের ছেলে আবদুস সবুর (২৪), রায়হানুল ইসলাম (১৩) ও নাতি সৌরভ দুরারোগ্য রোগে আক্রান্ত। এদের চিকৎসা ব্যয়ভার বহন করে সর্বস্বান্ত হয়েছে পরিবারটি। গত ১৮ জানুয়ারি এদের ‘মৃত্যুর’ অনুমতি চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

সর্বশেষ খবর