বুধবার, ২৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মেলার নামে রমরমা জুয়া

মাগুরা প্রতিনিধি

মাগুরায় মেলার নামে চলছে রমরমা জুয়া ও র‌্যাফেল ড্র বাণিজ্য। এতে বিপথগামী হচ্ছে যুব সমাজ। অভিযোগ আছে, সব দেখেও না দেখার ভান করছে স্থানীয় প্রশাসন।  মাগুরা পৌর এলাকার আবালপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মাঠে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চলছে জুয়া খেলা। নাম দেওয়া হয়েছে দৈনিক টু স্টার র‌্যাফেল ড্র। এ লটারির টিকিট কিনে নিস্ব হচ্ছে নিম্ন আয়ের মানুষ। চলতি মাসের ৮ তারিখ থেকে মাসব্যাপী এ মেলা চলার ঘোষণা দেওয়া হয়েছে। শহরের বিভিন্ন মোড়সহ প্রত্যন্ত গ্রামে প্রতিদিন তিন শতাধিক ভ্যান ও ব্যাটারিচালিত যানবাহন টিকিট বিক্রির কাজে ব্যবহার করা হচ্ছে। অনেকে সারা দিনের উপার্জন দিয়ে টিকিট কিনে রাতে খালি হাতে বাড়ি ফিরছেন। র‌্যাফেল ড্র মঞ্চে স্থানীয় পৌর কাউন্সিলরসহ কয়েক প্রভাবশালী ব্যক্তিকে প্রতি রাতেই দেখা যায়। অভিযোগ আছে, তারাই এই লটারির নেপথ্য আয়োজক। কাউন্সিলর আমিনুল ইসলাম পলাশ বলেন, ‘আমার এলাকায় মেলা অনুষ্ঠিত হচ্ছে এ কারণে সেখানে থাকি।’ ডিসি (সার্বিক) আজমুল হক জানান, মেলা কিংবা র‌্যাফেল ড্র’র অনুমোদন জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়নি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এটি বন্ধ করে দেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর