রবিবার, ২৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

যুবদলের বিক্ষোভে পুলিশের বাধা, আটক

প্রতিদিন ডেস্ক

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। কর্মসূচি চলাকালে পাবনা, ব্রাহ্মণবাড়িয়া ও কুড়িগ্রামে পুলিশি বাধা ও আটকের ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো খবর— পাবনা : পাবনায় মিছিলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আটক করা হয় জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাহিন শেখ ও সহ-সাংগঠনিক হাফিজসহ সাতজনকে। সদর থানার ওসি জানান, কোনো অনুমতি ছাড়া বিএনপি নেতা-কর্মীরা শহরে ঝটিকা মিছিল বের করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালালে পুলিশ বাধা দেয়। বাধা অমান্য করায় তাদের ছত্রভঙ্গ ও সাতজনকে আটক করা হয়। জেলা বিএনপি নেতা জহুরুল ইসলামের দাবি, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বিনা কারণে লাঠিচার্জ ও সাত নেতা-কর্মীকে আটক করেছে। ব্রাহ্মণবাড়িয়া : সকালে মিছিল করার জন্য যুবদল নেতা-কর্মীরা পাওয়ার হাউজ রোডে জড়ো হন। এ সময় পুলিশ সেখান থেকে জেলা যু্বদলের আহ্বায়ক মনির হোসেনসহ পাঁচজনকে আটক করে। আটক অন্যরা হলেন— বিএনপি নেতা ইলিয়াস মিয়া, যুবদলের বিল্লাল মোল্লা, লাভলু ও ইসমাইল। কুড়িগ্রাম : পুলিশি বাধার মুখে জেলা বিএনপি কার্যালয়ে সামনে সমাবেশ করেছে যুবদল। নুর ইসলাম নুরুর সভাপতিত্বে সমাবেশে সাইফুর রহমান রানা, ইদ্রিস আলীসহ যুবদল ও ছাত্রদলের নেতারা বক্তব্য রাখেন। ময়মনসিংহ : উত্তর জেলা যুবদল সভাপতি কামরুজ্জামান লিটনের নেতৃত্বে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের নতুন বাজারে বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে সমাবেশে মাহফুজুর রহমান, ওয়াহিদুজ্জামান, আব্দুর রাশিদ, কামরুল প্রমুখ বক্তব্য রাখেন। নোয়াখালী : জেলা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে জজ কোর্ট প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে পৌরবাজারে সমাবেশ করে। বক্তৃতা করেন— মাহবুব আলমগীর আলো, কামাক্ষা চন্দ্র দাস, নুরুল আমিন খান। লালমনিরহাট : জেলা যুবদল সভাপতি আফজাল হোসেনের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে মিশনমোড়ে প্রতিবাদ সমাবেশ করে। বক্তৃতা করেন— আব্দুল হালিম, জিএস বাবু, ফিরোজ সিদ্দিকি আপেল প্রমুখ। শেরপুর : সকালে জেলা শহরের সেরী ব্রিজ এলাকা থেকে মিছিল বের হয়ে শিংপাড়ায় শেরপুর বিএনপির সম্পাদক হযরত আলীর বাসার সামনে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক হযরত আলী।

সর্বশেষ খবর