শিরোনাম
শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
ঝিনাইদহ পৌর ভূমি অফিস

একযোগে ৯ কর্মচারী বরখাস্ত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ পৌর ভূমি অফিসের সহকারী কর্মকর্তাসহ ৯ কর্মচারীকে একযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার আকস্মিকভাবে ঝিনাইদহ পৌর ভূমি অফিস পরিদর্শনে গিয়ে তাদের বরখাস্ত করেন। বিষয়টি গোপন রাখা হলেও গতকাল অফিসে জানাজানি হয়। ঝিনাইদহ সদর উপজেলার এসিল্যান্ড উসমান গনি খবরের সত্যতা স্বীকার করে জানান, তাদের কাজে ত্রুটি-বিচ্যুতি পাওয়ায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সাময়িকভাবে বরখাস্তরা হলেন, ভূমি সহকারী কর্মকর্তা এম এ কাইয়ূম মুক্ত, রিনা সুলতানা, ফকরুল ইসলাম, তপু রায়হান, মিলন, শরিফুল ইসলাম, গোলাম মোস্তফা, তোরাব আলী ও আবদুর রশিদ। এর মধ্যে ভূমি সহকারী কর্মকর্তা এম এ কাইয়ূম মুক্তকে হলিধানী বদলির আদেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে সাময়িক বরখাস্তরা কেউ মুখ খুলেননি। এদিকে একটি সূত্র থেকে জানা গেছে, ভূমি সহকারী কর্মকর্তা এম এ কাইয়ূম মুক্ত নায়েব হওয়ার সুবাদে দুর্নীতি ও অনিয়ম করে অঢেল ধন সম্পদের মালিক হয়েছেন। তার ঝিনুক টাওয়ারে দুটি ফ্ল্যাট, রাস্তায় চলে একাধিক পরিবহন। নিজে চড়েন প্রাইভেট কারে। ঢাকায় কিনেছেন ফ্ল্যাট। করেন জমির ব্যবসা। ভুয়া কাগজপত্র বানিয়ে ডাকবাংলা হাটের সরকারি জমি, ছবিঘর সিনেমা হলের সামনে লোন কোম্পানির সরকারি জমি অন্যকে করে দিতে সহায়তা করেছেন বলে অভিযোগ রয়েছে।

সর্বশেষ খবর