বুধবার, ২৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা
গ্রিড অফিসে অগ্নিকাণ্ড

দুই জেলার বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট  বিদ্যুতের ৩৩ হাজার গ্রিড অফিসে গতকাল দুপুরে অগ্নিকাণ্ডে গোটা বিদ্যুতের সরঞ্জামাদি পুড়ে গেছে। ফলে দুটি জেলার বিদ্যুৎ সরবারহ বন্ধ হয়ে পড়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত ঘটনা জানতে রংপুর গ্রিড সংরক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান আলীকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে।

এ তদন্ত টিমকে আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় গ্রিডের প্রধান প্রকৌশলী কামরুল হাসান।

রংপুর গ্রিড সংরক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান আলী জানান, গতকাল দুপুরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চলাকালে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে গ্রিডের সব ক্যাবলে আগুন ছড়িয়ে পড়ে ৩৩ কেভি লাইনের ২টি উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমারে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিস ইউনিটের দল দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডের পর লালমনিরহাট-কুড়িগ্রাম দুটি জেলার ১৪টি উপজেলায় বিদ্যুৎ সরবারহ বন্ধ হয়ে পড়ে।

সর্বশেষ খবর