শিরোনাম
রবিবার, ২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ধামরাইয়ে ফার্মের সংযোগ বিচ্ছিন্ন, গরমে মরছে মুরগি

ধামরাই প্রতিনিধি

ধামরাইয়ে ফার্মের সংযোগ বিচ্ছিন্ন, গরমে মরছে মুরগি

পোলট্রি ফার্মের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় মরে যাওয়া মুরগি হাতে দুজন —বাংলাদেশ প্রতিদিন

ঢাকার ধামরাই জোনাল বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের দায়িত্ব অবহেলার মাশুল দিচ্ছেন পোলট্রি  ফার্মের মালিক ও আবাসিক গ্রাহকরা। বিদ্যুৎ বিল পরিশোধ থাকা সত্ত্বেও তারা সংযোগ বিচ্ছিন্ন করে মিটার নিয়ে যাচ্ছে। পরে ওই মিটার আনতে গেলে গুনতে হচ্ছে মোটা অংকের টাকা। এমনি ভুক্তভোগীর শিকার হচ্ছেন  ধামরাই সোনারটেক গাফফার পোলট্রি ফার্মের মালিক আব্দুল গাফফার ও কালামপুর আবাসিক গ্রাহক আব্দুর রহিম। যদিও মোটা অংকের টাকার বিনিময়ে দীর্ঘদিন পরে হলেও আবাসিক মিটারটির সংযোগ গতকাল বিকালে পাওয়া গেছে।  কিন্তু এখনো পাননি ফার্মের শিল্প মিটারটি সংযোগ। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় অতি গরম  ও পানির অভাবে প্রতিদিন মরে যাচ্ছে ওই ফার্মের মুরগি। সংযোগ না দিলে  আগামী কয়েকদিনের মধ্যে তিনতলা বিশিষ্ট ফার্মের সব মুরগিই গরমে মারা যাবে বলে জানিয়েছেন ফার্মের মালিক। ধামরাই পল্লী বিদ্যুৎ পরিচালক কমিটির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন বলেন, দ্রুত ওই ফার্মের সংযোগ দেওয়া উচিত।

সর্বশেষ খবর