সোমবার, ৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

স্কুলে হামলায় ১৫ শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যালয়ে পাঠদানকালে শ্রেণিকক্ষে বহিরাগতদের হামলায় তিন শিক্ষক ও ১৫ শিক্ষার্থী আহত হয়েছে। উপজেলার খাটিয়ামারি উচ্চ বিদ্যালয়ে গতকাল এ ঘটনা ঘটে। জানা যায়, শনিবার বিকালে খাটিয়ামারি ধ্রুবতারা কোচিং সেন্টারের উদ্যোগে খাটিয়ামারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গান শোনাকে কেন্দ্র করে খাটিয়ামারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগত দর্শকের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। রবিবার সকালের দিকে খাটিয়ামারি গ্রামের শাহাদৎ, হাবিব, মজিদ ও ফারুকসহ ৬/৭ যুবক মথুরাপুর বাজার থেকে কাশিয়াহাটা গ্রামের পথ দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনার জের ধরে কাশিয়াহাটা গ্রামের শিক্ষার্থীরা খাটিয়ামারি গ্রামের ওই যুবকদের লাঞ্ছিত করে। এতে ক্ষুব্ধ হয়ে খাটিয়ামারি গ্রামের শাহাদৎ হোসেনের নেতৃত্বে ২০/২২ জন বহিরাগত যুবক খাটিয়ামারি উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হামলা চালায়।

সর্বশেষ খবর