সোমবার, ৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

চার শিক্ষককে মারধর, বিক্ষোভ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার নগরকান্দি সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৪ জনকে মারধর করার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী আমজাদ হোসেনের বিরুদ্ধে। গতকাল দুপুরে এ ঘটনার প্রতিবাদে তাত্ক্ষণিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। আহত শিক্ষকরা হলেন নগরকান্দি সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোল্লা সিদ্দিকুর রহমান, সহকারী শিক্ষক সাকির হোসেন, বিশ্বাস মোজাহিদুর রহমান ও মুরাদ আলী। সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোল্লা সিদ্দিকুর রহমান বলেন, বিদ্যালয়ে একজন নৈশপ্রহরী নিয়োগ নিয়ে ম্যানেজিং কমিটির সভাপতি কাজী আমজাদ হোসেনের সঙ্গে ওই স্কুল কমিটির অন্য সদস্যদের বিরোধ চলছিল। একপর্যায়ে সদস্যরা ম্যানেজিং কমিটির সভাপতি কাজী আমজাদ হোসেনের বিরুদ্ধে অনাস্থার একটি লিখিত অভিযোগ দেয়। গতকাল সকাল সোয়া ১০টার দিকে  ওই অভিযোগে কি লেখা হয়েছে তা জানতে আমাকে সভাপতি দেখাতে বলেন। আমি পরে দেখাব বললে তিনি আমার ওপর ক্ষিপ্ত হয়ে কয়েকজন ভাড়াটিয়া লোক নিয়ে এসে অফিস কক্ষে ঢুকে হামলা করে। এ সময় আমিসহ চার শিক্ষক আহত হই। ম্যানেজিং কমিটির সভাপতি কাজী আমজাদ হোসেন শিক্ষকদের মারপিটের অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যালয়ে লাচ্চু কাজী নামে একজনকে নৈশপ্রহরী নিয়োগ  দেওয়ার নামে প্রধান শিক্ষক ও কমিটির সদস্যরা মোটা অঙ্কের টাকা নেয়। প্রতিবাদ করলে উল্টো তারা আমাকে মারধর করে রুমে আটকে রাখে। পরে এলাকাবাসী আমাকে উদ্ধার করে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম বলেন, সভাপতি ও প্রধান শিক্ষকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সভাপতি কাজী আমজাদ হোসেনকে প্রধান করে ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর