রবিবার, ৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ভূমিষ্ঠ হয়েই ডাস্টবিনে জায়গা হয়েছে এক নবজাতক কন্যা শিশুর। জন্মের পর শিশুকে গলাটিপে হত্যার চেষ্টাও করা হয়েছে। গলায় রয়েছে অসংখ্য আঘাতের চিহ্ন। ভাগ্যের জোরে সেই নবজাতক শিশুটির জায়গা হয়েছে এখন হাসপাতালের বেডে। ইতোমধ্যে ওই নবজাতককে দত্তক নিতে এক দম্পতি সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছেন। নারায়ণগঞ্জের ফতুল্লায়এ  ঘটনাটি ঘটে। জানা গেছে, শুক্রবার রাতে ফতুল্লার ডিআইটি মাঠে রাস্তার পাশে থাকা ডাস্টবিনের পাশ দিয়ে যাচ্ছিলেন একই এলাকার ভাড়াটিয়া আলমগীর মিয়া। হঠাৎ ডাস্টবিনের ভেতর থেকে ভেসে আসে নবজাতকের কান্না। ডাস্টবিনে তল্লাশি করে দেখেন চটের থলে থেকে ওই কান্না শব্দ আসছে। থলে খুলতেই বের হয়ে আসে সদ্য ভূমিষ্ঠ নবজাতক। তার নাড়িও কাটা হয়নি। সেখান থেকে প্রথমে শিশুটি নিয়ে যাওয়া হয় ফতুল্লা মডেল থানায়। পরে থানা কর্তৃপক্ষ শিশুকে পাঠায় নারায়ণগঞ্জ শহরের ভিক্টোরিয়া হাসপাতালে। বর্তমানে শিশুটি  সেখানে চিকিৎসাধীন। দায়িত্বরত চিকিসৎক জহিরুল ইসলাম জানান, শিশুটির ঠাণ্ডা লেগে গেছে। ধারণা করছি— শিশুটিকে জন্মের পর গলাটিপে হত্যার চেষ্টা করা হয়েছে। মারা গেছে মনে করেই ডাস্টবিনে ফেলে গেছে। প্রকৃতপক্ষে শিশুটি জ্ঞান হারিয়ে ফেলেছিল।

সর্বশেষ খবর