মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বাকিতে ইট না দেওয়ায় চোখ উৎপাটন

ফরিদপুর প্রতিনিধি

বাকিতে ইট চেয়ে না পেয়ে হামলা চালানো হয়েছে ভাটায়। উপড়ে ফেলেছে ভাটা মালিকের চোখ। আশঙ্কাজনক অবস্থায় মালিক রাসেল মাতুব্বরকে (৩৫) ঢাকা জাতীয় চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় আহত হয়েছেন শরীফ মোল্যা নামে আরও একজন। সদরপুর উপজেলার ফুলতলায় গত রবিবার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা হলেও পুলিশ গতকাল পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। মামলা সূত্রে জানা যায়, সদরপুরের ফুলতলার ‘মর্ডান ব্রিক ফিল্ড’ এ রবিবার কৃষ্ণপুর ইউপি সদস্য ফারুক হোসেন এক লাখ টাকার ইট বাকি নিতে আসেন। তার আগের বকেয়া রয়েছে দুই লাখ। ভাটা মালিক বাকিতে ইট দিতে অস্বীকার করলে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর ফারুক ১০-১২ জন লোক নিয়ে ভাটায় হামলা চালায়। হামলাকারীরা মালিক রাসেল ও কর্মচারী শরীফকে পিটিয়ে আহত করে। বেধড়ক পিটুনিতে রাসেলের একটি চোখ উপড়ে যায়। অভিযুক্ত ফারুক বলেন, ‘ভাটায় হামলার ঘটনায় আমি জড়িত নই। ঘটনার সময় আমি সদরপুরে ছিলাম।’ সদরপুর থানার ওসি জানান, আসামিদের আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর