শিরোনাম
রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

রেস্টুরেন্টে হামলা ভাঙচুর, আহত ৫

ময়মনসিংহ প্রতিনিধি

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ময়মনসিংহের খাগডহর এলাকায় সিলভার ক্যাসেল নামের একটি অভিজাত হোটেল এবং রেস্টুরেন্টে তাণ্ডব চালিয়েছে মহানগর যুবলীগের নেতা-কর্মীরা। ওই রেস্টুরেন্টে  বেশ কয়েকটি ফ্রিজ, চেয়ার-টেবিল, দরজা-জানালা ভাঙচুর করা হয়। শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। রেস্টুরেন্টটির ব্যবস্থাপক শরীফ জানান, টাকা ভাংতি দেওয়াকে কেন্দ্র করে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠানের নির্দেশে এমন তাণ্ডব চালায় তার অনুসারীরা। এতে করে আমাদের ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে এবং পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় ওয়ার্ডের সাবেক কমিশনার আব্দুল ওয়াদুদ জানান, হুমকি দিয়ে চলে যাবার পর ২০টি  মোটরসাইকেলে চেপে প্রায় ৪০ থেকে ৫০ জন এসে এলোপাতাড়ি ভাঙচুর করতে থাকে। এ সময় তাদের ছুরিকাঘাতে আনিছুর রহমান আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাসেল পাঠান হামলার বিষয়টি স্বীকার করে বলেন, আমাকে এবং আমার স্ত্রীকে অপমানিত করেছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। তবে আমি ভাঙচুর করিনি। আমার অনুসারীরা গিয়ে ভাঙচুর করেছে। নগরীর ২ নং পুলিশ ফাঁড়ির এসআই ফারুক হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এবং হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর