সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

একরাম হত্যার আসামি জাহিদ গ্রেফতার

ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি জাহিদ চৌধুরীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে ফেনী মডেল থানা পুলিশ। গতকাল দুপুরে ফেনী শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে গুলিভর্তি এলজি ও রিভলবার উদ্ধার করা হয়। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদ খান চৌধুরী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, একরাম হত্যাকাণ্ডের পাঁচ দিন পর ২০১৪ সালের ২৫ মে জাহিদ চৌধুরীকে ফেনী পৌরসভার বারাহীপুর থেকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের পর তিনি উচ্চ আদালত থেকে ২০১৬ সালের ২ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পান। ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে তার বাড়ি। একরামকে যে জায়গায় হত্যা করা হয় একই জায়গায় ২০০০ সালে যুবলীগ নেতা বশির আহমেদকে হত্যা করে প্রথম আলোচনায় আসেন জাহিদ চৌধুরী। তিনি ফুলগাজী উপজেলার আওয়ামী লীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক।

সর্বশেষ খবর