বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

এক পলক

বঙ্গবন্ধুর ছবিসম্বলিত ৫০ হাজার খাতা বিতরণ

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও স্বাধীনতাকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ২৫ হাজার শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধুর ছবিসম্বলিত ৫০ হাজার খাতা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার মুজিবনগর আম্রকাননে পেট্রোবাংলা রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের পরিচালনা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এম এ এস ইমন এই খাতা বিতরণ করেন। —মেহেরপুর প্রতিনিধি

যশোর হাসপাতালের তত্ত্বাবধায়ককে প্রত্যাহার

যশোর বিএমএর সভাপতি ডা. কামরুল ইসলাম বেনুকে পদোন্নতি দিয়ে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক পদে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এক মাস সাত দিনের মাথায় তাকে পদাবনতি ঘটিয়ে ওই পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় যশোরের চিকিৎসকরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। মঙ্গলবার বিএমএ যশোরের সাধারণ সম্পাদক ডা. এমএ বাশার এক বিবৃতিতে জানিয়েছেন, একটি কুচক্রি মহল এ কাজ করেছে। আমরা বেনুকে স্বপদে বহাল রাখার দাবি জানাচ্ছি।

—নিজস্ব প্রতিবেদক, যশোর

মানববন্ধন

গাজীপুরের টঙ্গীর ২৫০ শয্যা সরকারি হাসপাতালকে ‘শহীদ আহসান উল্লাহ্ মাস্টার’ নামকরণের দাবিতে মানববন্ধন করেছে টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগ ও এলাকাবাসী। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় গতকাল এ মানববন্ধন হয়েছে। সভাপতিত্ব করেন কেএম নাছির। বক্তারা হাসপাতালটির নাম গাজীপুরের প্রিয় মানুষ সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ্ মাস্টারের নামে করার দাবিতে প্রধানমন্ত্রীর পদক্ষেপ কামনা করেন। —টঙ্গী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর