রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

মানবপাচার চক্রের হোতাসহ আটক ৩

মৌলভীবাজার প্রতিনিধি

মানবপাচারকারী চক্রের মূল হোতাসহ তিনজনকে আটক করেছেন র‌্যাব শ্রীমঙ্গল-৯ এর সদস্যরা। এ সময় এক নারী ভিকটিমকে উদ্ধার করা হয়। হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকায় গতকাল ভোররাতে এ অভিযান চালানো হয়। আটকদের এবং উদ্ধার নারীকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুর আলমের নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাটে অভিযান পরিচালনা করে। সেখান থেকে আটক করা হয় মানবপাচারকারী চক্রের সদস্য আব্দুল হান্নান, আব্দুল সালাম ও সৈয়দ আলীকে। তাদের বাড়ি চুনারুঘাট উপজেলায়। এ সময় ওসমানপুর গ্রামের জনৈক আব্দুল সালামের বাড়ি থেকে নুরুন্নাহার (২৫) নামে এক নারীকে উদ্ধার করে। তিনি চুনারুঘাটের শাহজাহান মিয়ার মেয়ে। মধ্যপ্রাচ্যে পাঠানোর কথা বলে তাকে পাচার করতে চেয়েছিল আটকরা। র‌্যাবের দাবি, সৈয়দ আলী মানব পাচারকারী চক্রের মূল হোতা। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, দীর্ঘদিন বিভিন্ন জেলায় গিয়ে গ্রাম্য সহজ-সরল নারীদের ভাল চাকরি ও বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন দেশে পাচার করতো। পাচারে ব্যর্থ হলে অভিভাবকদের কাছ থেকে আদায় করতো মুক্তিপণ।

সর্বশেষ খবর