সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ফসলি জমিতে আশ্রয়ণ প্রকল্প প্রতিবাদে মুখর ক্ষতিগ্রস্তরা

দিনাজপুর প্রতিনিধি

ফসলি জমিতে আশ্রয়ণ প্রকল্প প্রতিবাদে মুখর ক্ষতিগ্রস্তরা

বর্গাচাষি ভূমিহীন পরিবারের সদস্যরা —বাংলাদেশ প্রতিদিন

চাষাবাদকৃত খাস জমিতে আশ্রয়ণ প্রকল্প নির্মাণের সিদ্ধান্ত গ্রহণের প্রতিবাদ জানিয়েছেন বীরগঞ্জ উপজেলার মধ্য ভোগডোমা গ্রামের ভূমিহীন পরিবারের সদস্যরা। তাদের দাবি এই প্রকল্প বাস্তবায়ন হলে সর্বস্বান্ত হবে ৫০ জন ভূমিহীন বর্গাচাষি। সিদ্ধান্ত পরিবর্তন করে অকৃষি জমিতে আশ্রয়ণ প্রকল্প নির্মাণের দাবি জানিয়েছেন তারা। বর্তমানে ৯ একর জমিতে ভূমিহীন বর্গা চাষিদের চাষ করা ধান, ভুট্টা, কলা, করলা, বেগুন, ঝিঙ্গা রয়েছে। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে ভোগডোমা গ্রামের আব্দুল মান্নান গত ১৫ এপ্রিল ভোগডোমা মৌজায় আশ্রয়ণ প্রকল্প না করার জন্য জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ডিসির কার্যালয় থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সরেজমিন পরিদর্শন করে ২৬ এপ্রিলের মধ্যে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। আব্দুল মান্নান জানান, বাপ-দাদার আমল থেকে এই সরকারি জমি আমরা চাষাবাদ করে আসছি। দীর্ঘদিন ধরে জমির পরিচর্চা করার মধ্যদিয়ে উচ্চ ফলনশীল জমিতে পরিণত হয়েছে। বছরের এখন তিনটি ফসল আবাদ হয়ে থাকে এই জমিতে। হঠাৎ করে সরকার এই কৃষি জমিতে আশ্রয়ণ প্রকল্প নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। অথচ এর কাছেই আরো দুটি আশ্রয়ণ প্রকল্প আছে। সেখানে থাকার কেউ নেই। জনৈক আমিনুল ইসলাম জানান, আশ্রয়ণ প্রকল্প বন্ধের জন্য লিখিতভাবে আবেদন করার পরও প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম শুরু করায় আমার ২৩ শতকের কলা গাছ কেটে ফেলতে হবে। এতে ক্ষতি হবে কয়েক লাখ টাকার। মূলধনের পুরো টাকাই ঋণ করা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেননি।

সর্বশেষ খবর