সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

এক পলক

প্রথম শ্রেণির ছাত্রী ধর্ষিত

রাজশাহীর মোহনপুরে প্রথম শ্রেণি পড়ুয়া এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। আট বছর বয়সী ওই শিশুটিকে গতকাল বিকাল ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে আইনাল হক (৪৮) নামে এক ব্যক্তিকে আসামি করে মোহনপুর থানায় ধর্ষণ মামলা করেছেন।

—নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পাঁচ ঘর পুড়ে ছাই

রাঙামাটিতে অগ্নিকাণ্ডে একটি দোকানসহ পাঁচটি ঘর পুড়ে গেছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের এডিসি হিল এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। —রাঙামাটি প্রতিনিধি

ডাস্টবিনে মানুষের কাটা পা

নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত মেডিপ্লাস মেডিকেল সার্ভিসের সামনে ময়লা স্তূপের সামনে থেকে একটি মানবদেহের কাটা পা উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে ওই পা উদ্ধার করা হয়। স্থানীয়দের মতে, কোনো ক্লিনিক কিংবা চিকিৎসালয় থেকে ওই পা হয়তো ওই স্তূপের সামনে ফেলে দেওয়া হতে পারে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই পিন্টু সরকার জানান, কোনো রোগাক্রান্ত মানুষের পা হতে পারে। বিষয়টি তদন্ত হচ্ছে।

—নারায়ণগঞ্জ প্রতিনিধি

শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ে আধিপত্যের মহড়া

গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসাকে কেন্দ  করে আধিপত্যের মহড়ার সময় দুজনকে আটক করেছে পুলিশ। রবিবার বিকালে শ্রীপুর পৌর শহরের বহেরারচালা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন সুমন (২৭) ও আজিজুল হক (৩৮)। এক্স সিরামিকসের মহা-ব্যবস্থাপক হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, সুমন নামে এক যুবক তাদের কারখানায় পণ্য বেচাকেনার ডিলিং করছে। আমাদের সম্পর্ক ব্যবসায়িক। রাজনৈতিক বিরোধ সৃষ্টির কোনো সম্পর্ক আমাদের সঙ্গে কারো নেই। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লুতফর রহমান জানান, সশস্ত্র মহড়ার খবর শুনে ঘটনাস্থল থেকে ওই দুজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ধারালো দা ও টেঁটা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। —শ্রীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর