সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

কোথায় যাবে তিন বছরের মাইশা

ফরিদপুর প্রতিনিধি

কোথায় যাবে তিন বছরের মাইশা

হাসপাতালে অসুস্থ মায়ের সঙ্গে এসেছিল মাইশা (৩)। হাসপাতালে ভর্তির তিন ঘণ্টা পর মারা যান মা সখিনা বেগম (৩০)। এখন অভিভাবকহীন শিশু মাইশা কোথায় কার কাছে যাবে জানে না কেউ। ঘটনাটি ঘটে শনিবার রাত ৯টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। জানা যায়, শনিবার সন্ধ্যায় অজ্ঞাত দুই ব্যক্তি অসুস্থ সখিনাকে হাসপাতালে রেখে যায়। তখন তার সঙ্গে শিশুকন্যা মাইশা ছাড়া কেউ ছিল না। কর্তব্যরত চিকিৎসকরা সখিনাকে মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় ওই রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। অভিভাবকহীন হয়ে যায় মাইশা। শিশুটিকে নিয়ে বিপাকে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের ভর্তি রেজিস্ট্রারে সখিনা বেগম, স্বামী এসএম সোহাগ, বন্দর থানা, নারায়ণগঞ্জ লেখা রয়েছে। কোনো ফোন নাম্বার না থাকায় জানার উপায় নেই এই ঠিকানা সত্য কিনা। সখিনা মারা যাওয়ার পর মাইশা মেডিসিন ওয়ার্ডের নার্স সাজেদার কাছে রয়েছে। সাজেদা জানান, মাইশার মা এক মাস আগেও হাসপাতালের সিসিইউ ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। সেই সময় সখিনা জানিয়েছিলেন তিনি স্বামী ছাড়াই শিশুটিকে নিয়ে ফরিদপুরে থাকেন। বাসা-বাড়িতে ঝিয়ের কাজ করে সংসার চালান। ফরিদপুর মেডিকেলের ওয়ার্ড মাস্টার সাখাওয়াত জানান, তখনও রোগীর সেবাযত্নের জন্য কেউ আসেনি। হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ জানান, শিশুটির মা হৃদরোগে আক্রান্ত ছিলেন। তার শরীরের ডান পাশ অবশ হয়ে গিয়েছিল। মা হারা শিশুটিকে জেলা সমাজসেবা পরিচালিত শিশু সদনে রাখার বিষয়ে কথা হয়েছিল। তবে সেখানে ১২ বছরের নিচে কোনো শিশু রাখার সুযোগ নেই। কোতয়ালি থানার ওসি জানান, সখিনার লাশ পুলিশের তত্ত্বাবধানে আছে। সঠিক ঠিকানা না পেলে আঞ্জুমানে মফিদুল ইসলামে হস্তান্তর করা হবে।

সর্বশেষ খবর