সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বৃষ্টি মানেই ডিএনডিতে বন্যা

রোমান চৌধুরী সুমন, নারায়ণগঞ্জ

বৃষ্টি মানেই ডিএনডিতে জলাবদ্ধতা। এ থেকে যেন রেহাই নেই ডিএনডিবাসীর। বর্ষা মৌসুমে অন্তত ১০-১২ দফা কৃত্রিম জলাবদ্ধতায় আক্রান্ত হতে হয় বাসিন্দাদের। গত কয়েক দিনের থেমে থেমে হওয়া টানা বর্ষণে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের  নিম্নাঞ্চলে  রাস্তা তলিয়ে গেছে হাঁটু জলে।  বাড়িঘর ও শিল্প-কারখানা উঠানে থৈ থৈ পানি। জানা গেছে, ১৯৮৮ সালের ভয়াবহ বন্যায় দেশের বিভিন্ন স্থান পানিতে তলিয়ে গেলেও এ বাঁধের অভ্যন্তর ছিল বন্যামুক্ত। সেখানে গড়ে ওঠে বাড়িঘর, শিল্প-কারখানা ও শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু ২০০৪ সালের পর থেকে ডিএনডিবাসীর কপালে দুর্ভোগ নেমে আসে। গত দুই বছর আগে জলাবদ্ধতার কারণে মাসের পর মাস লাখ লাখ মানুষকে চরম দুর্ভোগের মধ্যে কাটাতে হয়েছে। আকাশে মেঘ দেখলে আতঙ্কিত হয়ে পড়েন ডিএনডিবাসী। গত কয়েকদিনের বৃষ্টিতে ডিএনডি বাঁধের ভিতর বিভিন্ন এলাকা বিশেষ করে ফতুল্লার রামারবাগ, সস্তাপুর, গাবতলী, কায়েমপুর, চাঁদমারী, ইসলামবাগ, শহীদনগর, মাসদাইর, ইসদাইর, গাবতলী, এনায়েতনগর, তল্লা, সবুজবাগ, কুতুবপুর, পাগলা, দেলপাড়া, আলীগঞ্জ, দাপা, পিলকুনি, ভূঁইগড়, রঘুনাথপুর, কুতুবআইল, নয়াআটি, লামাপাড়া, সিদ্ধিরগঞ্জের পাঠানটুপী, হাজীগঞ্জ, গোপটা, গোদনাইল, ধনকুন্ডা, জালকুঁড়িসহ নিচ এলাকাগুলো জলাবদ্ধ হয়ে পড়েছে।

সর্বশেষ খবর