বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

কমিটি ঘোষণার ১০ মিনিট পরই পাল্টাপাল্টি মিছিল

শেরপুর প্রতিনিধি

দীর্ঘ আট বছর পর গতকাল সন্ধ্যা ৭টার দিকে নকলা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত ৩১ সদস্যবিশিষ্ট কমিটিতে রফিকুল ইসলাম সোহেলকে আহ্বায়ক এবং এফএম কামরুল আলম রনজু ও রেজাউল করিম রিপনকে করা হয় যুগ্ম আহ্বায়ক। কমিটি ঘোষণার ১০ মিনিটের মধ্যেই পদবঞ্চিতরা কমিটির বিরুদ্ধে পৌর এলাকায় প্রতিবাদ মিছিল বের করে। এর কিছুক্ষণ পর পাল্টা মিছিল বের করা হয় আহ্বায়ক কমিটির ব্যানারে। স্থানীয়রা জানান, বঞ্চিতদের মিছিল থেকে স্থানীয় আওয়ামী লীগের কয়েক নেতার বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়। মিছিল চলাকালে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সারোয়ার জাহান রবিন অভিযোগ করেন, টাকার বিনিময়ে একজন ওষুধ কোম্পানরি প্রতিনিধিকে আহ্বায়ক করা হয়েছে। তার দাবি কমিটিতে অন্তত চারজন ওষুধ কোম্পানির প্রতিনিধি ও একজন ‘রাজাকারের’ ছেলে আছে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে স্থানীয় এমপি কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর কাছে বিচার দেওয়া হবে। বিচার না পেলে অভিযুক্তদের এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জিন্নাহ জানান, কমিটি সর্বসন্মতিক্রমে হয়েছে। বড় দল; কেউ অভিমান করতেই পারে। টাকা নেওয়ার কোনো ঘটনা ঘটেনি।

সর্বশেষ খবর