বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সারা দেশে বেসরকারি শিক্ষক কর্মচারীদের প্রতীকী অনশন

‘সাত দফা দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন’

প্রতিদিন ডেস্ক

সাত দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সারা দেশে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। দাবিগুলোর মধ্যে রয়েছে বৈশাখী ভাতা, বার্ষিক ৫ ভাগ প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বাড়ি ভাড়া প্রদান, নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত, শিক্ষা জাতীয়করণ এবং সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণ। অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। প্রতিনিধিদের খবর—

বরিশাল : সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে অনশন চলাকালে আবদুল মালেকের সভাপতিত্বে বক্তব্য দেন ফরিদুল আলম জাহাঙ্গীর, তোফায়েল আহমেদ, মাওলানা আবদুস সালাম প্রমুখ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন বক্তারা। তাদের দাবির প্রতি সমর্থন জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা। ময়মনসিংহ : নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে অনশন কর্মসূচিতে পাঁচ শতাধিক শিক্ষক অংশ নেন। এ সময় আবদুল মালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শামছুন্নাহার বেগম, চান মিয়া, জাফর আহম্মেদ চৌধুরী। কিশোরগঞ্জ : জেলা শহরের পরম চত্বরে অনশন কর্মসূচিতে আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে আফাজুর রহমান, আবুল হাসেম, হারুন অর রশিদ প্রমুখ বক্তব্য দেন। এর আগে শিক্ষকরা বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন। ঝিনাইদহ : কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনশন চলাকালে মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আবদুল মমিন, রেজাউল করিম, শাহানাজ পারভীন মুন্নীসহ অন্যরা। তারা অবিলম্বে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। মাদারীপুর : শহরের স্বাধীনতা অঙ্গনে অনশন কর্মসূচিতে শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে অংশ নেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডারসহ রাজনৈতিক নেতারা। এ সময় আবদুল মন্নান, হারুন অর রশিদ, আবদুল কুদ্দুস প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা দাবি পূরণ না হলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেন। নেত্রকোনা : স্থানীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত অনশন কর্মসূচিতে জেলা ও ১০ উপজেলা শাখার শিক্ষক নেতারা অংশ নেন। বক্তৃতা করেন লুত্ফুল হায়দার ফকির, ফেরদৌস আরা ইয়াসমিন, আজহারুল হক তুহিন। বক্তারা দাবি বাস্তবায়নে ১৫ দিনের আলটিমেটাম দেন। দিনাজপুর : জেলা প্রেস ক্লাবের সামনে দুই ঘণ্টাব্যাপী প্রতীকী অনশন পালনকালে আহসানুল হক মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন আবদুল হামিদ, মাসউদ আলম, মোক্তারুল আলম প্রমুখ। অনশন কর্মসূচিতে ১৩ উপজেলার এক হাজারের বেশি শিক্ষক-কর্মচারী অংশ নেন। বাগেরহাট : কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন চলাকালে শিক্ষক নেতারা বলেন, ‘শিক্ষক মানুষ গড়ার কারিগর। সেই শিকক্ষরা দারিদ্র্যের মধ্যে রয়েছেন। তাদের দিকে সরকারের কোনো দৃষ্টি নেই।’ দাবি আদায় না হলে কঠোর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন। বক্তৃতা করেন শেখ আবদুল মান্নান, মুকুন্দ কুমার দাস, হুমায়ুন কবির প্রমুখ। বরগুনা : জেলা প্রশাসক চত্বরে অনশন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন বশির উদ্দিন, নুরুল ইসলাম চৌধুরী, হাবিবুর রহমান। বক্তারা অবিলম্বে দাবি বাস্তবায়নের দাবি জানান তারা।

সর্বশেষ খবর