বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭ ০০:০০ টা

চট্টগ্রাম ঝিনাইদহে বিএনপির সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও ঝিনাইদহ প্রতিনিধি

চট্টগ্রামের উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল চরম আকার ধারণ করছে। উত্তরে কেন্দ্রীয় নেতা গিয়াস কাদের-আসলাম চৌধুরী, দক্ষিণে শাহজাহান জুয়েল ও এনামুল হক এনাম সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের কোন্দল ও চাপা ক্ষোভ লেগেই আছে। এর জেরে গতকাল বিকালে পটিয়ায় দক্ষিণ জেলা বিএনপির কর্মী সমাবেশ পণ্ড হয়ে গেছে। এ সময় উভয় সমর্থকদের ১৫ কর্মী আহত হয়েছেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি দুই গ্রুপের সংঘর্ষ দেখে সভাস্থল ত্যাগ করেন। এর আগে গত মঙ্গলবারও গিয়াস কাদের ও আসলাম চৌধুরীর সমর্থকদের মধ্যেও চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

এদিকে ঝিনাইদহ জেলা বিএনপির প্রতিনিধি সভায় বিক্ষুব্ধ নেতা-কর্মীদের হামলায় ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পৌর কমিউনিটি সেন্টারে। কিছুক্ষণ বন্ধ থাকার পর প্রতিনিধি সভা আবার শুরু হয়। কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদের সমর্থকদের সভাস্থলে ঢুকতে মসিউর রহমানের সমর্থকরা বাধা দিলে এ হামলার ঘটনা ঘটে। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল অবেদীন।

সর্বশেষ খবর