শনিবার, ৬ মে, ২০১৭ ০০:০০ টা

মাছ ধরা ট্রলারে ডাকাতি ১৪ জেলেকে অপহরণ

পটুয়াখালী প্রতিনিধি

সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগরে মাছধরা ট্রলারে গণডাকাতির ঘটনায় এক মাঝি গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার সকাল ৬টার দিকে মাছধরা ট্রলারে ডাকাতি শুরু হয় বলে জানিয়েছে কুয়াকাটার আলীপুর মৎস্য ব্যবসায়ী ট্রলার মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা। ডাকাতরা এ সময় এফবি জসিম নামের একটি ট্রলারসহ ১৪ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। জসিম নামের ওই ট্রলারের মাঝি কালামকে গুলিবিদ্ধ অবস্থায় এফবি ফয়সাল নামের একটি ট্রলারে তুলে দেয় ডাকাতরা। গুলিবিদ্ধ আহত মাঝি কালামকে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়। ব্যবসায়ী সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, সকালে রাঙ্গাবালী উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগরের সোনারচর পয়েন্টে শতাধিক ট্রলারে জেলেরা মাছ ধরছিল। এ সময় হঠাৎ এফবি জসিম, এফবি ফয়সালসহ কয়েকটি ট্রলারে গণডাকাতি শুরু করে ট্রলারে থাকা মালামাল লুট করে নেয়। ডাকাতদের আক্রমণে গুলিবিদ্ধ হয় জসিম ট্রলারের মাঝি কালাম। পরে আহত কালামকে ফয়সাল ট্রলারে তুলে দিলে সে ডাঙ্গায় পৌঁছে। পরে ডাকাতরা কয়েকটি ট্রলারে ডাকাতি করে মালামাল লুটপাট চালিয়ে এফবি জসিম ট্রলারের ১৪ জন জেলেসহ অপহরণ করে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ডাকাতি চলছে বলেও জানা গেছে। বিষয়টি জানাতে রাঙ্গাবালী থানার ওসির বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ খবর